Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

আফ্রিকান সোয়াইন ফ্লুয়ের তাণ্ডব কেরলে, ত্রিশূরে ৩১০টি শূকর নিধন


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:১৫ পিএম

আফ্রিকান সোয়াইন ফ্লুয়ের তাণ্ডব কেরলে, ত্রিশূরে ৩১০টি শূকর নিধন

 

তিরুবনন্তপুরম, ৮ জুলাই: আফ্রিকান সোয়াইন (এএসএফ) ফ্লুয়ের তাণ্ডব। কেরলের ত্রিশূরের ৩১০টি শূকর নিধন করা হয়েছে। ২০২০ সালের মে মাসে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অসম এবং অরুণাচল প্রদেশে প্রথম সোয়াইন ফ্লুয়ের প্রাদুর্ভাব দেখা দেয়। ত্রিশূরের মাদাকাথারন পঞ্চায়েতে প্রাদুর্ভাব সনাক্ত করা হয়। রাজ্যের পশুপালন বিভাগ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধপালন মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে,  ৫  জুলাই সংক্রমণ কেন্দ্রের ১ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে শূকর নিধনের জন্য দল মোতায়েন করা হয়েছে। প্রথম এই সোয়াইন ফ্লু অসম ও অরুণাচল প্রদেশে দেখা দেয়, তার পরে ২৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে পড়েছে। অ্যাকশন প্ল্যান অনুযায়ী, প্রাদুর্ভাবের জায়গা থেকে ১০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে নজরদারি চালানো হবে। 
মন্ত্রক জানিয়েছে, এএসএফ বা আফ্রিকান সোয়াইন ফ্লু জুনোটিক নয়। এর জীবাণু মানবদেহে সংক্রামণের কোনও ঝুঁকি নেই। এএসএফ রোধে পর্যাপ্ত ভ্যাকসিনের অভাব পশুদের মধ্যে এই সংক্রমণ ছড়াতে থাকে। ২০২০ সালে এএসএফ নিয়ন্ত্রণের জন্য জাতীয় কর্ম পরিকল্পনা নেওয়া হয়েছে।