Tue, September 17, 2024

ই-পেপার দেখুন
logo

হরিয়ানায় উল্টে গেল পড়ুয়া ভর্তি স্কুল বাস, আহত ৪০ জনেরও বেশি


Kibria Ansary   প্রকাশিত:  ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৩৪ পিএম

হরিয়ানায় উল্টে গেল পড়ুয়া ভর্তি স্কুল বাস, আহত ৪০ জনেরও বেশি

চণ্ডীগড়, ৮ জুলাই: হরিয়ানায় স্কুল বাস উল্টে আহত ৪০ জনেরও বেশি স্কুল পড়ুয়া। সোমবার পঞ্চকুলা জেলার পিঞ্জোরের কাছে হরিয়ানা রোডওয়েজের ঘটনা। জানা গিয়েছে, স্কুল বাসটিতে ৪০ জনেরও বেশি পড়ুয়া ছিল। দ্রুত গতির ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে। পড়ুয়াদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের পঞ্চকুলার পিঞ্জোর হাসপাতাল ও সেক্টর ৬ সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর জখম এক মহিলাকে পিজিআই চণ্ডীগড়ে রেফার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, বাসের চালক অতিরিক্ত স্পিডে গাড়ি চালাচ্ছিলেন, যে কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এছাড়াও, স্কুল বাসটিতে ধারণ ক্ষমতার তুলনায় অতিরিক্ত পড়ুয়া নেওয়া হয়েছিল। অতিরিক্ত পড়ুয়া বোঝাই ও রাস্তার বেহাল দশাকে দায়ী করা হয়েছে।

পঞ্চকুলার কালকা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক প্রদীপ চৌধুরী জানিয়েছেন, 'দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই বিষয়ে আরও বিশদ বিবরণের অপেক্ষায় রয়েছি।'