Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

'শপথ করছি আপনাদের কখনও একা ফেলে যাব না': জনগণের প্রতি বার্তা পেজেশকিয়ানের


Kibria Ansary   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৫৩ এএম

'শপথ করছি আপনাদের কখনও একা ফেলে যাব না': জনগণের প্রতি বার্তা পেজেশকিয়ানের

তেহরান, ৭ জুলাই: ইরানের জনগণের প্রতি হাত বাড়িয়ে দিলেন ইরানের নয়া প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরানের সব জনগণের প্রতি তার সাহায্যের  হাত সর্বদা উন্মুক্ত। জনগণের সাহচর্য, সহানুভূতি এবং বিশ্বাস ছাড়া সামনের কঠিন পথ মসৃণ হবে না। শনিবার সামাজিকমাধ্যম এক্স বার্তায় একথা বলেন ইরানের নয়া প্রেসিডেন্ট।

ইরানের দ্বিতীয় দফা নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাইদ জালিলিকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তার প্রথম মন্তব্যে তিনি বলেন, ‘আমি আপনার দিকে আমার হাত বাড়িয়ে দিচ্ছি এবং শপথ করছি আমি আপনাদের এই পথে কখনও একা ফেলে যাব না। আমাকেও আপনারা একা ফেলে যাবেন না।’

প্রসঙ্গত, গত শুক্রবার নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে পেজেশকিয়ান ইরানের পরবর্তী প্রেসিডেন্ট হয়েছেন। পরাজয় ঘটেছে জালিলির। পরাজয় স্বীকার করে তিনি বলেছেন, ‘জনগণের দ্বারা নির্বাচিত যে কাউকে অবশ্যই সম্মান করতে হবে। শুধু তাকে সম্মান নয়, এখন আমাদের সমস্ত শক্তি দিয়ে তাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করতে হবে।'