Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

হিজরি নববর্ষে নতুন গিলাফে আবৃত কাবাগৃহ


ইমামা খাতুন   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:০৮ পিএম

হিজরি নববর্ষে নতুন গিলাফে আবৃত কাবাগৃহ

মক্কা, ৭ জুলাই: হিজরি নববর্ষের প্রথম রাতে  নতুন গিলাফে আবৃত হল পবিত্র কাবাঘর। শনিবার (৬ জুলাই) মক্কায় পবিত্র মসজিদুল হারাম প্রাঙ্গণে গিলাফ পরিবর্তনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। পুরো কার্যক্রমটি তত্ত্বাবধান করে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের সাধারণ কর্তৃপক্ষ। সউদি আরবে শনিবার ছিল ১৪৪৫ হিজরির জিলহজ মাসের ৩০তম দিন। আর সন্ধ্যার পর থেকে শুরু হয় ১৪৪৬ হিজরির মহররম মাস। তাই হিজরি নববর্ষ উপলক্ষে শনিবার রাতেই পবিত্র কাবাঘরের গিলাফ পরিবর্তনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। জানা গেছে, হিজরি নববর্ষকে স্মরণীয় করতে নতুন এই উদ্যোগ নিয়েছে সউদি কর্তৃপক্ষ। এর আগে প্রতি বছর হজের সময় আরাফার দিন সকালে কাবার গিলাফ পরিবর্তন করা হত। তবে গত দুই বছর ধরে হিজরি নববর্ষের প্রথম দিনে কাবায় নতুন গিলাফ পরানো হচ্ছে। মক্কার বাদশাহ আবদুল আজিজ কমপ্লেক্সে পবিত্র কাবাঘরের কালো গিলাফটি প্রস্তুত করা হয়। সেখানকার বিশেষজ্ঞ প্রকৌশলী ও প্রযুক্তিবিদের তত্ত্বাবধানে ১৫৯ দক্ষ কারিগর নতুন গিলাফ পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করেন। প্রথমে কাবাঘর থেকে পুরনো গিলাফ সরিয়ে নেওয়া হয়। এরপর নতুন গিলাফ কারখানা থেকে মসজিদ প্রাঙ্গণে এনে স্থাপন করা হয়। মূলত সোনার সুতা দিয়ে তৈরি গিলাফ বা কিসওয়ার ৫৩টি টুকরা রয়েছে। ২১ ক্যারেটের ১২০ কেজি স্বর্ণ ও ১০০ কেজি রুপার সুতা দিয়ে সেই কালো কাপড়ে লেখা হয় পবিত্র কুরআনের আয়াত ও আল্লাহর গুণবাচক নাম। গিলাফের সব কাজ শেষ করতে প্রায় আট মাস লাগে। সব মিলিয়ে ৮৫০ কেজি ওজনের এই গিলাফ তৈরিতে ব্যয় হয় ২৫ মিলিয়ন সউদি রিয়াল বা সাড়ে ৬ মিলিয়ন মার্কিন ডলার। এই গিলাফকে বিশ্বের ব্যয়বহুল কাপড় বলে মনে করা হয়। এর আগে গত ১৮ জুন সউদি বাদশাহর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কাবাঘরের সদ্যঃপ্রয়াত প্রধান রক্ষক শায়খ আবদুল মালিক আল-শায়বির কাছে নতুন গিলাফ হস্তান্তর করা হয়। বর্তমানে প্রধান রক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন শায়খ আবদুল ওয়াহাব বিন জয়নুল আবেদিন আল-শায়বি।