Mon, October 7, 2024

ই-পেপার দেখুন
logo

নতুন নির্বাচনের দাবি ইমরান খানের


ইমামা খাতুন   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৪, ১০:০৪ পিএম

নতুন নির্বাচনের দাবি ইমরান খানের

 

 

 

 

 

 

 

 

পঞ্জাব, জুলাইনতুন এবং নিরপেক্ষইসির অধীনে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে ২০০টিরও বেশি মামলা চলছে তাঁর বিরুদ্ধে এর মধ্যে কয়েকটিতে দোষী সাব্যস্ত হয়ে গত বছরের আগস্ট থেকেই রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে রয়েছেন পিটিআই প্রধান কারাগার থেকে ইমরান খান একটি নিরপেক্ষনির্বাচন কমিশনের অধীনে নতুন নির্বাচনের দাবি জানিয়ে বলেন, ‘পুরো দেশ জানে ২০২৪ সালের নির্বাচন পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় জালিয়াতি ছিলআরও বলেন, ‘আল্লাহর ওপর ভরসা রেখে আমি প্রকৃত স্বাধীনতার সংগ্রামে অবিচল থাকব প্রায় এক বছর বন্দি থেকেও আমি কখনই আমাদের সময়ের অত্যাচারীদের কাছে নতি স্বীকার করিনি আমি জেলে মরতে প্রস্তুত, কিন্তু যতদিন আমি বেঁচে থাকব, আমি এই যুদ্ধে লড়বপিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খান ইতিমধ্যেই গত ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে মাদার অফ অল রিগিংবলে দাবি করেছেন   প্রতিদ্বন্দ্বী দলগুলিকে ম্যান্ডেট চোরহিসাবে উল্লেখ করেছেন ইমরান খান আরও বলেছেন, ভোট কারচুপি এবং পিএমএল-এন-পিপিপি জোট শক্তিশালী সামরিক সংস্থার আশীর্বাদে সম্ভব হয়েছিল ইমরান খান বলেন, এই কারচুপির তদন্ত হলে প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার বিরুদ্ধে ধারায় বিচার করা হবে ইমরান খান ইতিমধ্যেই আদালতে ন্যায়বিচার না পেলে অনশনে যাওয়ার হুমকি দিয়েছেন তাঁর কথায়, ‘দেশ বর্তমানে জঙ্গলের রাজার (সেনা প্রধানের) নিয়ন্ত্রণে রয়েছে সরকারের সাম্প্রতিক আলোচনার প্রস্তাব প্রসঙ্গে ইমরান খান বলেন, ‘সমাধান পাওয়া গেলেই আলোচনা হয় আমরা যদি শাহবাজ শরিফের সঙ্গে আলোচনা করি, তাহলে তাদের সরকার তাসের ঘরের মতো ভেঙে পড়বে’