Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

ফ্রান্সে ২য় দফার ভোট, চ্যালেঞ্জের মুখে ম্যাক্রোঁ !


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫৬ এএম

ফ্রান্সে ২য় দফার ভোট, চ্যালেঞ্জের মুখে ম্যাক্রোঁ !

প্যারিস, ৭ জুলাই: ফ্রান্সে সংসদীয় নির্বাচনের চূড়ান্ত ভোট অনুষ্ঠিত হল রবিবার। স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই নির্বাচনের মাধ্যমে দেশটির রাজনীতিতে নতুন এক সমীকরণ তৈরি হতে পারে। কারণ ফ্রান্সে ম্যাক্রোঁর রাজনৈতিক জোট এনসেম্বলকে হারিয়ে দিতে পারে মেরিন ল্য পেনের উগ্র ডানপন্থী দল ন্যাশনাল রালি (আরএন)। এতে ফ্রান্সের ক্ষমতায় আসতে পারে ডানপন্থীরা। এজন্য দ্বিতীয় দফার ভোট প্রধানমন্ত্রী ম্যাক্রোঁর জন্য এক অগ্নিপরীক্ষা। প্রথম দফার নির্বাচনে ফ্রান্সের ডানপন্থী দল ন্যাশনাল রালি (আরএন) ৩৩ শতাংশ ভোট পায়। প্রথম দফায় বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট ২৮ শতাংশ ও প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যক্রোঁর মধ্যপন্থি জোট ২০ শতাংশ ভোট পেয়েছে। এদিকে, গত শুক্রবারের এক জনমত সমীক্ষায় দেখা গেছে, উগ্র ডানপন্থী আরএন পার্টি সংসদে সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হবে। অভিবাসন বিরোধীদের মতে, আরএন সংসদে ১৭০ থেকে ২১০ আসন পেতে পারে। তবে সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ২৮৯টি আসন। বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচনে কোনও দলেরই একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দল গঠনের সম্ভাবনা নেই। বিভিন্ন সমীক্ষায় ফ্রান্সে এবার ঝুলন্ত পার্লামেন্টের পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশটিতে এমন ঝুলন্ত পার্লামেন্ট গঠিত হলে রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে। প্রেসিডেন্ট ম্যাক্রোঁ সংখ্যাগরিষ্ঠতা হারালে তারও ভরাডুবির শঙ্কা রয়েছে। বলা হচ্ছে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর ফ্রান্সে এবারই প্রথম কোনও ডানপন্থী দলের উত্থানের আভাস পাওয়া যাচ্ছে। কিন্তু ডানপন্থীদের উত্থান ঠেকাতে একজোট হয়েছে দেশটির মধ্যপন্থী ও বামপন্থী দলগুলো। ফলে ফ্রান্সে কোনও একটি দলের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সহজ হবে না।