Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

বিশ্ববাজারে এগিয়ে স্যামসাং, পিছিয়ে অ্যাপল


Puber Kalom   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:২৭ এএম

বিশ্ববাজারে এগিয়ে স্যামসাং, পিছিয়ে অ্যাপল

পুবের কলম, ওয়েবডেস্ক: জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিশ্বব্যাপী স্যামসাং স্মার্টফোনের বিপণন গত বছরের তুলনায় ৭.৮% বেড়ে দাঁড়িয়েছে ২৮ কোটি ৯৪ লাখে। তাদের মার্কেট শেয়ারের পরিমাণ ২০.৮%। চলতি বছরের শুরু থেকে ২০২৪ সালের প্রথম চার মাসে বিশ্বব্যাপী টেক জায়ান্ট। অ্যাপলের স্মার্টফোনের বিপণন কমেছে।

অ্যান্ড্রয়েড স্মার্টফোন নির্মাতা স্যামসাংয়ের কাছে বাজারে শীর্ষস্থান হারিয়েছে তারা। ২০২৩ সালের শেষ চার মাসে ওই বছরের ডিসেম্বরে স্যামসাংকে হারিয়ে শীর্ষ ফোন বিক্রেতা হয় তারা। বর্তমানে ১৭.৩% মার্কেট শেয়ার নিয়ে তারা নেমে গেছে দ্বিতীয় অবস্থানে।

এদিকে, বাজারে নিজেদের শক্ত জায়গা তৈরি করেছে শাওমি ও হুয়াওয়ের মতো কোম্পানিগুলো। এ বছরের প্রথম চার মাসে মার্কেটে ১৪.১% শেয়ার নিয়ে তৃতীয় অবস্থানে চিনের শীর্ষ স্মার্টফোন নির্মাতা শাওমি। দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান স্যামসাং ২০২৪-এর শুরুতে বাজারে আনে তাদের সর্বশেষ ফ্ল্যাগশিপ এস-২৪ সিরিজ।

 

একই সময়ের মধ্যে এই সিরিজের ছয় কোটি ফোন বিপণন হয় বিশ্বজুড়ে। চিন অ্যাপল ফোনের তৃতীয় বৃহত্তম বাজার। কিন্তু কিছু চিনা প্রতিষ্ঠান তাদের কর্মচারীদের অ্যাপল ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে। চিনা অ্যাপ ব্যবহারে মার্কিন সরকারের কড়াকড়ি আরোপের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয় শি জিন পিং প্রশাসন।