Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে লেবার পার্টি?


ইমামা খাতুন   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:০৪ পিএম

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে লেবার পার্টি?

লন্ডন, ৭ জুলাই: ব্রিটেনে কনজারভেটিভদের হারিয়ে দীর্ঘ ১৪ বছর পর ক্ষমতায় এসেছে লেবার পার্টি। লেবার দলের নেতা কিয়ার স্টার্মার হচ্ছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী। ১০ নম্বর ডাউনিং স্ট্রিট এখন তাঁর দখলে। তাই ব্রিটেনের জাতীয় ও বিদেশ নীতি ঠিক করার দায়িত্ব স্টার্মারের। কিন্তু লেবার পার্টি ক্ষমতায় আসার পরই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি উঠে আসছে। কারণ, নির্বাচনী প্রচারে স্টার্মার বলেছিলেন, ক্ষমতায় এলে ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। লেবার পার্টি তাদের ইশতেহারে বলেছিল, ‘আমরা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ। যার ফলে একটি টেকসই ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রের পাশাপাশি একটি নিরাপদ ও সুরক্ষিত ইসরাইলসহ দ্বি-রাষ্ট্রীয় সমাধান হবে। সেই সঙ্গে অবিলম্বে যুদ্ধবিরতিসহ সমস্ত জিম্মি মুক্তি ও গাজায় সাহায্যের পরিমাণ বৃদ্ধি করতে চায় লেবার পার্টি। এ সংঘাত বন্ধের পক্ষে ব্রিটেন।’ তবে এখনও এ বিষয়ে নিশ্চয়তা নেই যে লেবার পার্টি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করবে। গত বছরের নভেম্বরে গাজায় ইসরাইলের হামলা বন্ধে যুদ্ধবিরতির বিপক্ষে ভোট দিয়েছিলেন স্টার্মার। ইসরাইলের অবিরাম বিমান হামলায় গাজায় নিহতের সংখ্যা ৩৮ হাজার ছাড়ানোর প্রেক্ষাপটে সম্প্রতি এক রেডিয়ো সাক্ষাৎকারে স্টার্মার বলেন, ইসরাইলের ‘আত্মরক্ষার অধিকার’ আছে। এ সময় আত্মরক্ষার নামে পরিচালিত ইসরাইলের এই হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ বলতেও রাজি হননি তিনি। স্বভাবতই ফিলিস্তিনের জন্য স্টার্মারের সরকার কতটা চিন্তিত তা নিয়েও প্রশ্ন রয়েছে। ব্রিটেনের হবু প্রধানমন্ত্রী স্টার্মার আরও বলেছিলেন, ইসরাইলসহ প্রতিটি দেশকে আন্তর্জাতিক আইনের আওতায় যথাযথভাবে জবাবদিহি করাতে হবে। প্রধানমন্ত্রী হিসেবে ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি করা উচিত কিনা সে বিষয়টি পর্যালোচনা করার কথা জানিয়েছেন তিনি।