Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

৭ দিনে নবী সা.র রওজা জিয়ারত ৫১ লক্ষ মুসল্লির


ইমামা খাতুন   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৫৬ এএম

৭ দিনে নবী  সা.র রওজা  জিয়ারত ৫১  লক্ষ মুসল্লির

 

 

 

 

 

মদিনা, জুলাই: পবিত্র হজের আগে পরে হজযাত্রীদের হৃদয়ের আয়নায় উঁকি মারতে থাকে নবী সা. শহর মদিনা নগরীর পরতে পরতে নবী সা. স্মৃতি বিদ্যমান মসজিদে কুবা, উহুদ পাহাড়, রহমতের স্তম্ভ, রিয়াজুল জান্নাতসহ বিভিন্ন জায়গায় যেতে মুখিয়ে থাকেন নবীপ্রেমিক মুমিনরা মদিনার ইসলামি ইতিহাস জানার পর মুসল্লিদের মন প্রেম, ভালোবাসা শ্রদ্ধাবোধে ভরে যায় এবছরও হজ পালনে আগত মুসলিমরা মদিনার ঐতিহাসিক স্থানগুলো ঘুরে তাঁদের হৃদয়কে শীতল করেছেন জানা গিয়েছে, হজের পর গত এক সপ্তাহে ৫১ লক্ষেরও বেশি মুসল্লি মসজিদে নববীতে গিয়েছেন নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারক জিয়ারত করেছেন  মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, এক সপ্তাহে ৫১ লক্ষ হাজার ৯৩৩ জন মুসল্লি মসজিদে নববীতে গিয়েছেন এর মধ্যে অনেকেই নবী সা. রওজা জিয়ারত করেছেন এবং ২৫ লক্ষ হাজার ৪৫৯ জন নারী পুরুষ রিয়াজুল জান্নাতে নামায আদায় করেছেন কর্তৃপক্ষ জানিয়েছে, এক সপ্তাহে ,৫৭০ টন জমজমের পানি বিতরণ করা হয়েছে মসজিদে নববী প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে প্রতিনিয়ত জীবাণুনাশক ব্যবহার করা হচ্ছে।