Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

অসমে বন্যায় ভয়াবহ পরিস্থিতি, বাবার স্কুটি থেকে নালায় পড়ে মৃত্যু খুদের....উদ্ধার তিনদিন পর


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০১:০৪ এএম

অসমে বন্যায় ভয়াবহ পরিস্থিতি, বাবার স্কুটি থেকে নালায় পড়ে মৃত্যু খুদের....উদ্ধার তিনদিন পর

পুবের কলম,ওয়েবডেস্ক: বন্যাবিধ্বস্ত অসমে মর্মান্তিক দুর্ঘটনা। এবার বাবার স্কুটি থেকে নালায় পড়ে মৃত্যু খুদের। জানা গেছে, তিন দিন আগে বাবার স্কুটি থেকে পড়ে যায় ওই শিশু। ঘটনার তিনদিন পর উদ্ধার হয় দেহ। টানা বৃষ্টিতে জলের তলায় অসমের বিস্তীর্ণ এলাকা।  

 

 

সংবাদ মাধ্যম সূত্রে খবর,  বৃহস্পতিবার বাবার স্কুটি করে বাড়ি ফিরছিল ৮ বছরের ছোট্ট  অবিনাশ। আচমকা এক ঝাঁকুনিতে স্কুটি থেকে জল ভর্তি নালায় পড়ে যায় সে। মুহূর্তের মধ্যে জলের তোড়ে ভেসে যায় ওই খুদে। বাচ্চা'কে বাঁচানোর চেষ্টা করলেও ব্যর্থ হন তিনি। তাঁর চোখের সামনে জলের স্রোতে তলিয়ে যায় অবিনাশ। হন্যে হয়ে তিনি খুঁজতে থাকেন ছেলেকে। কিন্তু পান নি। অবশেষে রবিবার সন্ধান মিলল শিশুটির দেহের। অবিনাশের বাবা হীরালাল সরকার কাঁদতে কাঁদতে বলছিলেন, “ছেলে পড়ে যেতেই আমিও লাফ মেরে ওকে ধরার চেষ্টা করি। ওর হাতটা দেখতে পাচ্ছিলাম। কিন্তু ধরতে পারলাম না। আমার চোখের সামনে আমার ছেলে ভেসে গেল। আমি বাবা হয়ে কিছু করতে পারলাম না। সারা রাত ধরে ছেলেকে খুঁজেও পেলাম না। বাড়িতে খবর দি। প্রশাসনকেও বিষয়টি জানায়। সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল নামাতে নির্দেশ দেওয়া হয়। সুপার সাকার, স্নিফার ডগ, এক্সক্যাভেটর এবং উদ্ধারকারী দলকে শিশুটির খোঁজে মোতায়েন করা হয়। অবশেষে রবিবার অবিনাশের দেহ উদ্ধার করা হয়।   হীরালাল এবং তাঁর স্ত্রীর সঙ্গে রাজ্য মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা দেখা করেছেন।