Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

সুরাট হাইরাইজ বিল্ডিং ভেঙে মৃত ৭, ধ্বংসস্তপ থেকে জীবিত উদ্ধার ১ মহিলা


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৫১ পিএম

সুরাট হাইরাইজ বিল্ডিং ভেঙে মৃত ৭, ধ্বংসস্তপ থেকে জীবিত উদ্ধার ১ মহিলা

 

 

 

 

পুবের কলম,ওয়েবডেস্ক: সুরাটের বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃত ৭। রবিবার সকালেও জারি ছিল  তল্লাশি অভিযান। সুরাটের সচিন নামক এলাকায় এই  দুর্ঘটনাটি ঘটে।

সংবাদ সূত্রে খবর, রাতভর উদ্ধারকাজ চলেছে। ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এসেছে একের পর এক মরদেহ। ঘটনাস্থলে শুধুই স্বজনহারাদের হাহাকার। এদিনই এক মহিলাকে ভিতর থেকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।  মাত্র আট বছর আগে তৈরি হয়েছিল এই বহুতল। বহুতলের বেশিরভাগ ফ্ল‍্যাটই খালি ছিল। তবে ঘটনার সময় আটকে পড়ে বেশ কিছু পরিবার। বহুতল ভেঙে পড়ার সময় সেখানে পাঁচটি পরিবার আটকে পড়ে। ঘটনাস্থলে পুলিশ এবং দমকল বিভাগ রয়েছে।  ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) কেও ডাকা হয়েছিল উদ্ধারকার্যে। এনডিআরএফ  এবং এসডিআরএফ-ও যৌথ উদ‍্যোগে উদ্ধারকাজ চালিয়েছে।

রবিবার সকালে সুরাট চিফ ফায়ার অফিসার বসন্ত পারেক সংবাদমাধ্যম’কে জানান, গোটা রাত  উদ্ধারকাজ চলেছে। রবিবার ভোর ৬টা নাগাদ ধ্বংসস্তূপের নিচ থেকে ৭ জনের দেহ উদ্ধার করা হয়েছে।  এই ঘটনায় এখনও পর্যন্ত আহতের সংখ্যা ১৫ জন।