Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর ঘোষণা সুনীল ছেত্রির


Puber Kalom   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:২২ এএম

বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর ঘোষণা সুনীল ছেত্রির

পুবের কলম ওয়েবডেস্ক : ৬ জুনের পর থেকে আর তাঁকে জাতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে না। নিজের অবসর ঘোষণা করে দিলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রি। ৬ জুন যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বকাপ যোগ্যতা অর্জনকারী ম্যাচে কুয়েতের বিরুদ্ধে নামবে ভারত। আর সেই ম্যাচই হতে চলেছে পাহাড়ি ঝরনার শেষ ম্যাচ। ভারতীয় ফুটবলের আঙিনায় ১৭ বছরের বর্ণময় কেরিয়ারের ইতি ঘটতে চলেছে জুন মাসের ওই তারিখটিতে।

১৭ বছরে সুনীল ছেত্রি তাড়া করেছেন বিশ্ব ফুটবলের দুই আইকন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসিকে। দেশের জার্সি গায়ে গোলের পরিসংখ্যানে হারিয়ে দিয়েছেন ফুটবল সম্রাট পেলে ও ফুটবল রাজপুত্র দিয়েগো মারাদোনাকে। মোহনবাগানে তাঁর ফুটবলের অভিষেক। এরপর বাইচুং ভূটিয়ার অধিনায়কত্বে ভারতীয় দলে প্রবেশ সুনীলের।

এতগুলো বছর দায়িত্বের সঙ্গে ভারতীয় দলের অধিনায়কের ব্যাটন সামলেছেন। এবার থেকে ক্লাব ফুটবলে দেখা গেলেও আর মেন ইন ব্লু’তে দেখা যাবে না তাঁকে। ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেকে নিজের অবসরের কথা জানিয়েও দিয়েছেন তিনি। কিন্তু কোনও রকম আয়োজন চান না তাঁর নিজের বিদায়ী ম্যাচে।