Sun, October 6, 2024

ই-পেপার দেখুন
logo

তেলেঙ্গানা সরকার ৯ ও ১০  মহরম, আশুরাতে ছুটি ঘোষণা করেছে


ইমামা খাতুন   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৪, ০৮:১১ পিএম

তেলেঙ্গানা সরকার ৯ ও ১০  মহরম, আশুরাতে ছুটি ঘোষণা করেছে

 


হায়দরাবাদ ৪ জুলাই : মহরমের দশম দিন যা আশুরা নামে পরিচিত, বিশ্বব্যাপী মুসলমানদের জন্য সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিনগুলির মধ্যে একটি এবং বিশ্বের বেশিরভাগ অংশের মতো তেলেঙ্গানা সরকার এই দিনে ছুটি ঘোষণা করেছে। ২০২৪  সালের তেলঙ্গানা রাজ্য পোর্টাল ক্যালেন্ডার অনুসারে, তেলেঙ্গানা সরকার ৯-১০  মহরম ছুটি ঘোষণা করেছে, যা আশুরা নামেও পরিচিত,  মুসলমানদের ইবাদত করা ও  শোক পালনের দিন।
তেলেঙ্গানা ক্যালেন্ডার অনুসারে, সরকার  ১৬ ও ১৭ জুলাই ছুটি ঘোষণা করেছে৷ তবে, ১৬  জুলাই ছুটি ঐচ্ছিক হবে, যেখানে ১৭  জুলাই সাধারণ ছুটি হবে৷
তেলেঙ্গানা সরকার ৯ মহরম, আশুরার জন্য ছুটি পরিবর্তন করতে পারে। ঘোষণায় বলা হয়েছে ,সরকার  দিনগুলি চাঁদ দেখার উপর ভিত্তি করে ছুটি পরিবর্তন করতে পারে । ৬ জুলাই চাঁদ  দেখা গেলে ৯মহররম এবং ১৫ ও ১৬ জুলাই আশুরা পালন করা হবে; অন্যথায়, ১৬ ও ১৭  জুলাই আশুরা পালিত হলে   ছুটি থাকবে  ।