Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

আমস্ট্রং খুনের সিবিআই তদন্তের দাবি মায়াবতীর, রাজ্যে আইন ভেঙে পড়েছে তোপ বিএসপি সুপ্রিমোর


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৫৪ এএম

আমস্ট্রং খুনের সিবিআই তদন্তের দাবি মায়াবতীর, রাজ্যে আইন ভেঙে পড়েছে তোপ বিএসপি সুপ্রিমোর

চেন্নাই, ৭ জুলাই: বিএসপি নেতা আমস্ট্রং মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত দাবি করলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের কাছে এই দাবি করেছেন তিনি। রবিবার আমস্ট্রং-এর বাড়িতে যান মায়াবতী, তাঁর সঙ্গে ছিলেন ভাইপো আকাশ আনন্দ। প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানান বিএসপি সুপ্রিমো।

উল্লেখ্য, ৫ জুলাই, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় তামিলনাড়ুর বিএসপি প্রধান আর্মস্ট্রংকে। তাঁর বাড়ির সামনে দুষ্কৃতিদের হাতে খুন হন বাহান্ন বছর বয়সী নেতা। পুলিশ ইতিমধ্যেই অন্তত ৮ জনকে গ্রেফতার করেছে বলে খবর। পুলিশ সূত্রে খবর, বাইকে করে এসেছিল দুষ্কৃতীরা। তাদের মধ্যে চারজনের পরনে ছিল খাবার ডেলিভারি বয়ের পোশাক। বাড়ির সামনেই তারা আক্রমণ করে আর্মস্ট্রংকে। ধারালো অস্ত্রে কুপিয়ে পালিয়ে যায়। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বিএসপি নেতাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই চেন্নাইয়ের পথে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিএসপি কর্মী-সমর্থকরা। আততায়ীদের গ্রেফতারির দাবি করা হয়।

এদিন বিএসপি নেতাকে শেষ শ্রদ্ধা জানিয়ে  মায়াবতী বলেন, রাজ্যে আইন ভেঙে পড়েছে। অবিলম্বে এই খুনের ঘটনার সিবিআই তদন্ত দরকার। মূল অভিযুক্তরা এখনও ধরা পড়েনি। রাজ্য যদি সঠিক তদন্ত করত তবে এতদিনে অপরাধীরা জেলে থাকত। তাই এই তদন্তে সিবিআই দরকার। দলের সদস্যদের শান্ত হয়ে পুলিশের ওপর ভরসা রাখতে বলেছেন মায়াবতী।