Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

ভারী বৃষ্টিতে ধস হিমাচলে, বন্ধ প্রায় ৮০টি রাস্তা


Kibria Ansary   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০১:০২ পিএম

ভারী বৃষ্টিতে ধস হিমাচলে, বন্ধ প্রায় ৮০টি রাস্তা

পুবের কলম, ওয়েবডেস্ক: ভারী বৃষ্টির জেরে ধস নামল হিমাচলে। ধসের কারণে হিমাচল প্রদেশের প্রায় ৮০টি রাস্তা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়েছে শিমলার রোহানার কাছে ৭০৭ নম্বর জাতীয় সড়ক। এক ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, পাহাড়ের একটা অংশ ভেঙে পড়ছে। বড় বড় পাথরের চাঁই পড়ে বন্ধ হয়েছে রাস্তা। গত এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টি চলছে হিমাচল প্রদেশে। এর মধ্যে কাংড়ার ধর্মশালা এবং পালমপুরে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছিল। প্রশাসন জানিয়েছে, ধস নেমে হিমাচল প্রদেশের প্রায় ৮০টি রাস্তা বন্ধ। তার মধ্যে মান্ডিতে ৩৮টি, কুলুতে ১৪টি, শিমলায় পাঁচ, সিরমৌরে চার, কাংড়া জেলায় একটি সড়ক বন্ধ রয়েছে।