Sun, October 6, 2024

ই-পেপার দেখুন
logo

নিট-ইউজি-র কাউন্সেলিং জুলাইয়ের শেষে, দাবি সরকারি সূত্রে


Kibria Ansary   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৪, ০৭:৩৬ পিএম

নিট-ইউজি-র কাউন্সেলিং জুলাইয়ের শেষে, দাবি সরকারি সূত্রে

নয়াদিল্লি, ৭ জুলাই:

নিট-ইউজি, ২০২৪-এর কাউন্সেলিং এই মাসের শেষের দিকে শুরু হবে বলে সরকারি সূত্রের খবর। জুলাইয়ের প্রথম সপ্তাহে কাউন্সেলিং সেশন শুরু হওয়ার কথা ছিল। তবে কাউন্সেলিং কর্তৃপক্ষ কোনও তারিখ বা সময়সূচি জানায়নি। সরকারি সূত্রের খবর, কিছু মেডিকেল কলেজকে অনুমতি পত্র দেওয়ার প্রক্রিয়া এখনও চলছে এবং অতিরিক্ত আসন যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, "নতুন কলেজগুলির আসন প্রথম দফাতেই নেওয়া যায় কিনা তা নিশ্চিত করার জন্য প্রক্রিয়া শেষ হওয়ার পরে কাউন্সেলিংয়ের তারিখ ঘোষণা করা হবে। চলতি মাসের শেষের দিকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হতে পারে।"

উল্লেখ্য, ২০২৪-এর এনইইটি-ইউজি পরিক্ষায় অনিয়মের অভিযোগে ওঠে। ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট-আন্ডারগ্র্যাজুয়েট (এনইইটি-ইউজি) অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি ওঠে। এই দাবিকে ঘিরে কেন্দ্র এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) শুক্রবার সুপ্রিম কোর্টকে বলেছে যে অনিয়মের বা গোপনীয়তা লঙ্ঘনের কোনও প্রমাণ মেলেনি। এটি বাতিল করা ঠিক হবে না। কারণ এটি লক্ষ লক্ষ সৎ প্রার্থীকে গুরুতরভাবে বিপদে ফেলতে পারে।