Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

মিলল ছাড়, খাদ্য ও স্বাস্থ্য বিষয়ক বিজ্ঞাপনে স্বঘোষিত শংসাপত্র বাধ্যতামূলক-জানাল মন্ত্রক


আবুল খায়ের   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:১০ এএম

মিলল ছাড়, খাদ্য ও স্বাস্থ্য বিষয়ক বিজ্ঞাপনে স্বঘোষিত শংসাপত্র বাধ্যতামূলক-জানাল মন্ত্রক

 

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ বিজ্ঞাপনের ক্ষেত্রে স্বঘোষিত শংসাপত্র প্রদানের ক্ষেত্রে ছাড় দিল তথ্য সম্প্রচার মন্ত্রক। শুধুমাত্র খাদ্য ও স্বাস্থ্য বিষয়ক বিজ্ঞাপনের ক্ষেত্রে স্বঘোষিত শংসাপত্র বাধ্যতামূলক বলে মন্ত্রকের পক্ষ থেকে বুধবার জানানো হয়েছে। বৈদুতিন সংবাদমাধ্যম অর্থাৎ টিভি ও রেডিওতে বিজ্ঞাপনের ক্ষেত্রে স্বঘোষিত শংসাপত্র আপলোড করতে হবে ব্রডকাস্ট সেবা পোর্টালে। অন্যদিকে সংবাদপত্র ও ডিজিটাল সংবাদমাধ্যমে বিজ্ঞাপনের জন্য স্বঘোষিত শংসাপত্র আপলোড করতে হবে প্রেস কাউন্সিল অফ ইণ্ডিয়ার ওয়েবসাইটে।

সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী বিজ্ঞাপনের ক্ষেত্রে স্বঘোষিত শংসাপত্রের নিয়ম কার্যকরী হয় চলতি বছরের ১৮ জুন। সেই নির্দেশ অনুযায়ী সংবাদপত্র টিভি রেডিও বা ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যে কোনও বিজ্ঞাপনের ক্ষেত্রে তা সম্প্রচারের পূর্বে বিজ্ঞাপনদাতা বা বিজ্ঞাপন সংস্থাকে তথ্য সম্প্রচার মন্ত্রকের ব্রডকাস্ট সেবা পোর্টালে স্বঘোষিত শংসাপত্র জমা দিতে হবে। স্বঘোষিত শংসাপত্র জমা না দিলে কোনও বিজ্ঞাপন সম্প্রচারের অনুমতি দেওয়া হবে না বলে আদালত নির্দেশিকায় জানিয়েছিল।

আদালতের এই নির্দেশিকার পর বিজ্ঞাপন ব্যবসার সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন সংস্থার পক্ষ থেকে তথ্য সম্প্রচার মন্ত্রকের কাছে আবেদন জানানো হয়, আদালতের এই নির্দেশিকা কার্যকরী করার আগে বিবেচনা করা হোক। আবেদনকারী সংস্থাগুলির মাধ্যমে উল্লেখযোগ্য,  ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (আইএএমএআই), ইন্ডিয়ান নিউজ পেপার অ্যাসোসিয়েশন (আইএনএস) এবং ইন্ডিয়ান সোসাইটি অফ অ্যাডভার্টাইজার্স (আইএসএ)।

বুধবার অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ড কাউন্সিল অফ ইণ্ডিয়ার এক্সিকিউটিভ অ্যাণ্ড সেক্রেটারি জেনারেল মনীষা কাপুর জানান, পোর্টালের কাজ এবং ডিজিটাল বিজ্ঞাপনের কার্যকারিতার পদ্ধতি সম্পর্কিত বিভিন্ন বিষয় বিবেচনা করা হচ্ছে। আদালত প্রাথমিকভাবে খাদ্য ও স্বাস্থ্য বিষয়ক বিজ্ঞাপন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে । বিজ্ঞাপন ব্যবসার ক্ষেত্রে সৎ বিজ্ঞাপনের প্রতিশ্রুতি খুব গুরুত্বপূর্ণ  বলে জানিয়েছেন মনীষা দেবী। একইসঙ্গে তিনি জানান, এই ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে প্রযোজ্য আইন যথাযথভাবে সকলকে মেনে চলতে হবে।