Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

অব্যাহত ইসরাইলি হামলা, গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৩৮ হাজার


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:২৫ এএম

অব্যাহত ইসরাইলি হামলা, গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৩৮ হাজার

গাজা, ৬ জুলাই: গাজায় ইসরাইলের চলমান হামলায় নতুন করে ২৯ জন ফিলিস্তিনি মৃত্যুর হয়েছে বলে খবর। এপর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৩৮ হাজার ছাড়াল। শনিবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইলের হামলায় ৩৮ হাজার ৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৭ হাজার ৭ শো ৫ জন। বিবৃতিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় আরও ২৯ জন  নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১০০ জন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে বলেও জানানো হয় বিবৃতিতে।

এদিকে অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে রাষ্টসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবকে লংঘন করে, আন্তর্জাতিক নিন্দা সত্ত্বেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। এরই মধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার জন্য অভিযুক্ত হয়েছে তেল আবিব। যার সর্বশেষ রায়ে অবিলম্বে রাফাতে হামলা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে ইসরাইলকে।