Sun, October 6, 2024

ই-পেপার দেখুন
logo

সাংসদ বাপি হালদারকে রুপোর কলম দিয়ে সংবর্ধনা মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের


Bipasha Chakraborty   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৪, ০৯:০৬ পিএম

সাংসদ বাপি হালদারকে রুপোর কলম দিয়ে সংবর্ধনা মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের

 

 

 

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, মথুরাপুর: রুপোর কলম দিয়ে সম্বর্ধনা দেওয়া হলো সাংসদকে খাড়ী কালিকাপুর হাই মাদ্রাসায়।মথুরাপুর লোকসভা আসনে জয়ের পরে থেকে বিভিন্ন এলাকায় সংবর্ধনা দেওয়া হচছে নব নির্বাচিত সাংসদ বাপি হালদারকে। শনিবার মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদারের সম্বর্ধনা সভার আয়োজন করে খাড়ী কালিকাপুর হাই মাদ্রাসা।

এদিনের এই সম্বর্ধনা সভায় বাপি হালদার কে ফুলের স্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হয় পাশাপাশি খাড়ী কালিকাপুর হাই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে রুপোর কলম উপহার হিসাবে তুলে দেওয়া হয় নব নির্বাচিত সাংসদকে। ছাত্রছাত্রীদের তরফ থেকেও দেওয়া হয় বহু রকমের উপহার।

সভাতে সাংসদ বাপি হালদার সহ উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য উদয় হালদার, মথুরাপুর ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ভূষণ ভান্ডারী, মথুরাপুর দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রশান্ত সরকার,খাড়ী অঞ্চলের প্রধান,উপপ্রধান সহ খাড়ি কালিকাপুর হাই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাগণ।

এদিনের সম্বর্ধনা সভায় সাংসদ বাপি হালদার খাড়ী কালিকাপুর হাই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীদের থেকে সম্বর্ধনা গ্রহণ করেন।তিনি বলেন,আমাকে সংবর্ধনা দেওয়ার জন্য ধন্যবাদ। তিনি এদিন  ওই মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের যাতায়াতের একটা রাস্তার প্রয়োজন আছে জেনে অতি শীঘ্রই তা করার আশ্বাস দেন।