Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

পাওনা টাকা আদায়ে মারধর শ্রমিককে, অভিযুক্ত তৃণমূল কর্মী বুলেট মির্জার জামিন মঞ্জুর


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৪৯ এএম

পাওনা টাকা আদায়ে মারধর শ্রমিককে, অভিযুক্ত  তৃণমূল কর্মী  বুলেট মির্জার জামিন মঞ্জুর

 

দেবশ্রী মজুমদার, রামপুরহাট: পাওনা টাকা না পেয়ে মুম্বইয়ে ছেলেকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ছেলেকে বেল্ট দিয়ে মারধরের ছবি ভাইরাল হয় সমাজ মাধ্যমে। তারপরও টাকা না পেয়ে বাড়ি ফিরে যুবকের বৃদ্ধ মাকে মারধর ও অশালীন আচড়ণ করার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীর বিরুদ্ধে। বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হওয়া বুলেট মির্জা। শনিবার তার জামিন মঞ্জুর করল আদালত। রামপুরহাট অতিরিক্ত দায়রা আদালতে বিচারক অভিযুক্তের জামিন মঞ্জুর করেন।
ঘটনার সূত্রপাত মুম্বাইয়ে। অভিযোগ কাজ দেওয়ার নাম বীরভূমের মল্লারপুর থানার বড়তুড়িগ্রামের বাসিন্দা নঈমুদ্দিন  শেখকে মুম্বই নিয়ে যান যবুনি গ্রামের বাসিন্দা তৃণমূল কর্মী বুলেট মির্জা। এরপর মুম্বইয়ে গিয়ে টাকা দিতে পারায় নঈমুদ্দিন শেখকে মুম্বাইয়ে আটকে রেখে বেল্ট দিয়ে বেধড়ক মারধর করা হয় বলেঅভিযোগ। সেই ছবিও ভাইরাল হয়ে যায় সোস্যাল মিডিয়ায়। এনিয়ে মুম্বইয়ের থানায় অভিযোগ দায়ের করে নঈমুদ্দিন। সেখানে একটি মধ্যস্থতা হয়। অভিযোগ এরপর গ্রামে ফিরে বুলেট নঈমুদ্দিনের মা ফিরোজা বিবিকে মারধর ও তার সঙ্গে অশালীন আচড়ন করে। গত ৩ জুলাই বুলেট মির্জার বিরূদ্ধে মল্লারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ফিরোজা বিবি নামে ওই বৃদ্ধা। সেই অভিযোগের পরিপেক্ষিতে বুলেট মির্জাকে গ্রেফতার করে মল্লারপুর থানার পুলিশ। শনিবার তাকে রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হলে বিচারক তার জামিন মঞ্জুর।
বিলেটের দাবি, তিনি এবং গ্রামের আরেকজন নঈমুদ্দিনের কাছ থেকে টাকা পেতেন। সেই টাকা দিচ্ছিল না। তাই তাকে সামান্য মারধর করা হয়েছিল। এ নিয়ে মুম্বইয়ে থানায় মিটিয়ে নেওয়া হয়। তারপর ওর মা মিথ্যা অভিযোগ করেছিল। আমাদের পাওনা টাকা মিটিয়ে দিতে হবে"।
যদিও ফিরোজা বিবির দাবি, কোন টাকা পায় না। অন্যায়ভাবে ছেলেকে মারধর করেছে। আমরা আতঙ্কে আছি।