Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

নাবালিকাকে ধর্ষণ পরে বিয়ে, ৯ বছরের পুরনো মামলায় স্বামীর ৭ বছরের কারাদণ্ড


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৫৯ এএম

নাবালিকাকে ধর্ষণ পরে বিয়ে, ৯ বছরের পুরনো মামলায় স্বামীর ৭ বছরের কারাদণ্ড

লখনউ, ৬ জুলাই: নাবালিকাকে অপহরণ করে বিয়ে, স্বামীকে ৭ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল উত্তরপ্রদেশের বরেলি আদালত মামলাটি বরেলির নবাবগঞ্জ শহরের আইনজীবী আদালতে জানিয়েছেন, যখন দম্পতি কোর্ট ম্যারেজ করে তখন মেয়েটির বয়স ছিল ১৮ বছর ৯ বছর আগের একটি পুরনো মামলায় নাবালিকাকে ধর্ষণ করে অপহরণের মামলায় জেলার অতিরিক্ত দায়রা আদালতের বিচারক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ৭ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বর্তমানে ওই নাবালিকা মেয়েটি অভিযুক্তের স্ত্রী

২০১৫ সালের ২৮ মার্চ বরেলির ভামোরার বাসিন্দা ওই নাবালিকার বাবা পুলিশকে জানান, তার ১৫ বছরের মেয়ে ক্ষেতের কাজে গিয়েছিল নবাবগঞ্জ থানা এলাকার ফারুখাবাদ গ্রামের বাসিন্দা অঙ্কিত তার ভাই, ভগ্নিপতি ও তাদের জামাইয়ের সহায়তায় তার নাবালিকা মেয়েকে ফুঁসলিয়ে নিয়ে যায় অভিযোগের ভিত্তিতে পুলিশ ২০১৬ সালে চার্জশিট গঠন করে ঘটনার দেড় মাস পরে পুলিশ নাবালিকাকে উদ্ধার করে পরে ওই অঙ্কিত ওই নাবালিকাকে বিয়ে করে, ওই গ্রামেই বসবাস করছিল তবে অঙ্কিতের স্ত্রী পুলিশকে দেওয়া জবানবন্দিতে জানিয়েছে, যখন সে বাড়ি থেকে বের হয়েছিল তখন তার বয়স ছিল ১৮ অঙ্কিতের সঙ্গে সে স্বইচ্ছায় বাড়ি থেকে বের হয় অঙ্কিতকে বিয়ে করে সে সুখে আছে

সরকারি আইনজীবী সরনাম সিং জানান, ঘটনার সময় মেয়েটি নাবালিকা ছিল, যুবকটি জঘন্য অপরাধ করেছে তাই তার শাস্তি পাওয়া উচিৎ আদালত নাবালিকার বয়ান গ্রহণ করেনি, অভিযুক্ত যুবককে ৭ বছর কারাদণ্ডের নির্দেশ দেয়