Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

হাথরস কাণ্ডে ঘটনার ৫ দিনের মাথায় ভোলে বাবার নামে প্রথম মামলা দায়ের


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৩২ পিএম

হাথরস কাণ্ডে ঘটনার ৫ দিনের মাথায় ভোলে বাবার নামে প্রথম মামলা দায়ের

 

লখনউ, ৬ জুলাই:   হাথরস পদপিষ্টে ১২১ জনের মৃত্যুর ঘটনার পাঁচদিনের মাথায় ভোলে বাবা ওরফে সুরজ পাল সিংয়ের নামে এই প্রথম মামলা দায়ের হল পটনা হাইকোর্টে। গত ২ জুলাই হাথরসের রতিভানপুরে  স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবার সৎসঙ্গ প্রবচন শুনতে হাজির হয়েছিল প্রায় আড়াই লক্ষ মানুষ। ৮০ হাজার মানুষের অনুমতি থাকার পরেও কিভাবে এত জমায়েত হল তা নিয়ে প্রশাসনের গাফিলতির অভিযোগ উঠেছে। ঘটনায় মুখ্য সেবায়েত দেব প্রকাশ মধুকরকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই যোগী সরকার তদন্তে হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের বিচার বিভাগীয় কমিশন গঠন করেছে। 
অন্যদিকে এখনও অধরা ভোলে বাবা। হাথরস কাণ্ডে সাফাই দিয়ে তার আইনজীবীর মাধ্যমে একটি ভিডিয়ো বার্তায় ভক্তদের মৃত্যুর জন্য তিনি গভীরভাবে শোক ব্যক্ত করেছেন। শনিবার এক ভিডিয়ো বার্তায় ধর্মীয় গুরু বলেন, "ঈশ্বর আমাদের এই কষ্ট সহ্য করার শক্তি দিন। সরকার ও প্রশাসনের ওপর আস্থা রাখুন। আমার বিশ্বাস, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের রেহাই দেওয়া হবে না।" মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে স্বঘোষিত গডম্যানের বক্তব্য, "আমার আইনজীবী এপি সিংয়ের মাধ্যমে আমি কমিটির সদস্যদের শোকাহত পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে বলেছি। আমি সারা জীবন তাদের সহায়তা করে যাব।"

ভোলে বাবা তথা  নারায়ণ সাকার হরির আইনজীবী এপি সিং আগেই জানিয়েছেন, তিনি (ভোলে বাবা) তদন্তে সহযোগিতা করবেন। আমাদের কাছে জেলাভিত্তিক ক্ষতিগ্রস্থদের তালিকা রয়েছে এবং নারায়ণ সাকার হরির ট্রাস্ট পদপিষ্ট হয়ে যারা মারা গেছেন তাদের পরিবারের শিক্ষা, স্বাস্থ্য এবং বিয়ের খরচ বহন করবেন।" ভোলে বাবার পাশাপাশি আরেক অভিযুক্ত দেবপ্রকাশ মধুকরেরও আইনজীবী এপি সিং। তিনি জানিয়েছেন, দিল্লি পুলিশ, বিশেষ তদন্তকারী দল এবং এসটিএফকে জানানোর পর হাথরস মামলায় অভিযুক্ত দেবপ্রকাশ মধুকর আত্মসমর্পণ করেছেন। এদিকে পুলিশ জানিয়েছে, দেবপ্রকাশ মধুকর আত্মসমর্পণ করেনি, তাকে গ্রেফতার করা হয়েছে। 
উল্লেখ্য, গত ২ জুলাই যোগী রাজ্যে হাথরসে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্টের ঘটনায় সরকারি সূত্রে ১২১ জনের মৃত্যুর সংখ্যা দাবি করা হলেও বেসরকারি সূত্রে মৃতের সংখ্যা ১৩৫। আহত অসংখ্য।