Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

নিয়ম ভেঙে জরিমানার মুখে PNB, সিমসা সহকরা ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI


Kibria Ansary   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০০ পিএম

নিয়ম ভেঙে জরিমানার মুখে PNB, সিমসা সহকরা ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI

নয়াদিল্লি, ৬ জুলাই: নিয়ম ভেঙে রিজার্ভ ব্যাঙ্কের কোপে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)। নিয়ম ভাঙার অভিযোগে আর্থিক জরিমানার করা হল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে। জরিমানা বাবদ 1.3 কোটি টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। নো ইয়োর কাস্টমার বা কেওয়াইসি সংক্রান্ত নিয়ম-কানুনের তোয়াক্কা না করে ব্যবসা চালাচ্ছে পিএনবি। ঋণ ও অগ্রিম দেওয়ার ক্ষেত্রেও ভেঙেছে আইন। যার জেরে কড়া পদক্ষেপ নিতে হয়েছে বলে জানিয়েছে আরবিআই। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, এই ঘটনায় গ্রাহকদের চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। কারণ, পিএনবির ঘাড়ে পড়া বিপুল অংকের জরিমানা আমানতকারীদের লেনদেন বা ঋণের উপর কোনও প্রভাব ফেলবে না।
অন্যদিকে, কর্নাটকের সিমসা সহকরা ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করেছে আরবিআই। আর্থিক অবস্থার অবনতির জন্য ব্যাঙ্ক লাইসেন্স বাতিল করা হয়েছে। এই ব্যাঙ্কে যে সমস্ত গ্রাহকদের টাকা গচ্ছিত রয়েছে তাদের চিন্তার কারণ নেই বলে জানানো হয়েছে। আরবিআই বলেছে, গ্রাহকদের 99 শতাংশই পুরো টাকা তুলে নিতে পারবেন। এই ব্যাঙ্কের জন্য একজন লিকুইডেটর নিয়োগের নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।