Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

ধেয়ে আসছে স্ট্যাচু অফ লিবার্টির প্রায় ২ গুণ বড় গ্রহাণু, ৮ জুলাই পৃথিবীর পাশ দিয়ে অতিক্রম


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৪৭ এএম

ধেয়ে আসছে স্ট্যাচু অফ লিবার্টির প্রায় ২ গুণ বড় গ্রহাণু, ৮ জুলাই পৃথিবীর পাশ দিয়ে অতিক্রম

 

 

 

ওয়াশিংটন, ৬ জুলাই: মহাজাগতিক বিশ্ব রহস্যময়। কত অজানা কাহিনি লুকিয়ে আছে, তা আজও বিজ্ঞানীদের গবেষণার বাইরে। সম্প্রতি নাসার বিজ্ঞানীদের গবেষণায় ফের উঠে এসেছে নয়া তথ্য। পৃথিবীর গা ঘেঁষে ছুটে আসছে এক দৈত্যকার গ্রহাণু। সম্প্রতি নাসা সূত্রে এই খবর জানানো হয়েছে।
যার আকার স্ট্যাচু অফ লিবার্টির প্রায় ২ গুণ বড়। গ্রহাণুটির নাম 2024MT1৷ গ্রহাণুটি প্রায় ২১৩ মিটার লম্বা। এই গ্রহাণুটির ব্যাস প্রায় ২৬০ ফুট। মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অফ লিবার্টি প্রায় ৯৩ মিটার লম্বা, সুতরাং এটি তার থেকে প্রায় ২ গুণ বড়। তবে নাসার তরফে জানানো হয়েছে, পৃথিবীতে ধাক্কা মারার কোনও আশঙ্কা নেই। দৈত্যকার এই গ্রহাণুটি প্রতি ঘণ্টায় ৬৫ হাজার ২১৫ কিলোমিটার গতিবেগে দৌড়চ্ছে৷ ২০২৪ সালের গ্রহাণুটির আবিষ্কার তার আকারের কারণ উদ্বেগ বাড়িয়েছে বিজ্ঞানীদের। গ্রহাণুটি সাইজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন গবেষকরা। নাসা জানিয়েছে যে এই গ্রহাণুটি পৃথিবী থেকে ৩০ হাজার মাইলের মধ্যে থাকবে তাই এটিকে 'নিয়ার আর্থ অবজেক্ট' বলেছে আর এটিকে ‘সম্ভাব্য ঝুঁকিপূর্ণ’ বলেও অভিহিত করেছে।  
কারণ 2024MT1 এর মতো একটি গ্রহাণুর প্রভাব ব্যাপক বিস্ফোরণ, আগুন এবং সুনামি সহ ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণ হতে পারে।
নাসার প্ল্যানেটারি ডিফেন্স কোঅর্ডিনেশন অফিস (পিডিসিও) গ্রহাণুর গতিবিধির ওপর নজর রাখছে।
গ্রহাণুটি সূর্যকে প্রদক্ষিণ করতে ৯১৯ সময় নেয়। গ্রহাণুটি অপসূর(যেদিন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি থাকে)  সূর্য থেকে ৪১৪ মিলিয়ন কিলোমিটার, কাছের পয়েন্ট (অনুসুর) সূর্যের নিকটবর্তী অবস্থান সূর্য থেকে ১৩৯ মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছে। নাসা সূত্রে খবর, আগামী ৮ জুলাই গ্রহাণুটির পৃথিবীর ধার ঘেঁষে বেরিয়ে যাবে, সেই সময় পৃথিবী থেকে এর দূরত্ব থাকবে ১.৫ মিলিয়ন কিলোমিটার (৯৩৭,০০০ মাইল)। যা পৃথিবী থেকে চাঁদের মধ্যেকার দূরত্বের  প্রায় চারগুণ।
বিজ্ঞানীরা মনে করছেন, পৃথিবীর কাছাকাছি প্রায় ১৮ হাজার গ্রহাণু ঘুরে বেড়াচ্ছে৷ তার মধ্যে ১৮০০ গ্রহাণু বিপজ্জনক৷ তার মধ্যে আবার ১৫০টি অত্যন্ত বিপজ্জনক৷ এবার যে গ্রহাণুটি পৃথিবী ঘেঁষে যাবে, সেটির গতিবিধির দিকে লক্ষ্য রাখছেন বিজ্ঞানীরা৷ সূর্যের চারপাশে প্রদক্ষিণ করা ছোট ছোট অংশকে গ্রহাণু বলা হয়।
এগুলি মূলত মঙ্গল ও বৃহস্পতির মধ্যবর্তী বেল্টে পাওয়া যায়। মাঝে মধ্যে ভবিষ্যতে এগুলি পৃথিবীর ওপর হঠাৎ করেই আছড়ে পড়ে। যদিও এই উল্কাপিন্ড পৃথিবীর কোনও ক্ষতি করতে পারবে না বলেই আশা করছেন নাসার বিজ্ঞানীরা। তবে গ্রহাণুটির গতিবিধি দিকে নজর রাখছেন বিজ্ঞানীরা।