Sun, October 6, 2024

ই-পেপার দেখুন
logo

হামাসের সঙ্গে আলোচনায় বসতে চাই নেতানিয়াহু


Kibria Ansary   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৪, ০৫:১৫ এএম

হামাসের সঙ্গে আলোচনায় বসতে চাই নেতানিয়াহু

তেল আবিব, ৫ জুলাই: হামাসের সঙ্গে আলোচনায় বসতে চাই ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইতিমধ্যে হামাসের সঙ্গে বন্দি চুক্তি নিয়ে আলোচনার জন্য একটি দলকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব। এদিকে ইসরাইলে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

প্রসঙ্গত, মে মাসের শেষের দিকে বাইডেনের প্রস্তাবনায় গাজা যুদ্ধবিরতি পরিকল্পনায় সাড়া দেওয়ার একদিন পর এমন ঘোষণা দিলেন নেতানিয়াহু। গাজা যুদ্ধবিরতি চুক্তিতে হামাসের সর্বশেষ সাড়া দেওয়ার বিষয়টি পাবলিকলি প্রকাশ করা হয়নি। এক ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, বাইডেনের করা প্রস্তাবনায় পূর্ণ যুদ্ধবিরতির দাবি জানায়নি হামাস।

বৃহস্পতিবার যুদ্ধবিরতির প্রসঙ্গে বাইডেন এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফোনে কথা বলেছেন। বন্দি এবং যুদ্ধবিরতি আলোচনার উপর জোর দিয়েছে দু'দেশের শীর্ষ নেতা। এক মার্কিন কর্মকর্তা বলেছেন, হামাস তার অবস্থান থেকে বেশ কয়েকটি উল্লেখযোগ্য বিষয়ে সম্মত হয়েছে।