Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

বিজেপির বিভাজনের রাজনীতি পরাস্ত হবে: সুজিত বসু


Puber Kalom   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০২:৫৭ এএম

বিজেপির বিভাজনের রাজনীতি পরাস্ত হবে: সুজিত বসু

রফিকুল হাসান, হাড়োয়া: বিজেপি মানুষের সরকার না। দেশে বিজেপি বিভাজনের রাজনীতি করছে, তা এবার পরাস্ত করবে মানুষ। মূল্য বৃদ্ধি থেকে শুরু করে যেভাবে বিভাজনের রাজনীতি বিজেপি সারা দেশে শুরু করেছে। অবিলম্বে সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে। বসিরহাট লোকসভার হাড়োয়া ব্লকের হাড়োয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে মিছিলে এসে এমনটাই বললেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত ঘোষ।

মঙ্গলবার হাড়োয়ার মল্লিকপুর থেকে চাঁদনি মার্কেট পর্যন্ত হাজী নুরুল ইসলামের সমর্থনে মিছিল করে তৃণমূল কংগ্রেস। লক্ষীর ভান্ডার এর প্রতিকৃতি নিয়ে মিছিলের পুরো ভাগেই ছিলেন তৃণমূলের মহিলা কর্মী সমর্থকরা। এই মিছিলের নেতৃত্ব দেন হাড়োয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শফিক আহমেদ ওরফে মাদার। মিছিলে পা মেলান রাজ্যের মন্ত্রী সুজিত বসু, বসিরহাট লোকসভা তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম সহ অন্যান্যরা।

 

এদিন মন্ত্রী সুজিত বসু বিজেপি সরকারকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নানাবিধ জনমুখী প্রকল্পের কথা তুলে ধরেন। বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামকে জয়ী করার আহবান জানান। হাজী নুরুল ইসলাম বলেন, হাড়োয়ার মানুষের জনস্রোতই বলে দিচ্ছে বসিরহাটে তৃণমূল কংগ্রেসের জয় শুধু সময়ের অপেক্ষা।

হাড়োয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শফিক আহমেদ ওরফে মাদার বলেন, লক্ষীর ভান্ডার নিয়ে মহিলাদের উপস্থিতি আমাদের মিছিলে ব্যাপক সাড়া ফেলেছে। আজকে শুধু হাড়োয়া অঞ্চলের মিছিলের এই জনশ্রোত বলে দিচ্ছে হাজী নুরুল ইসলামকে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করায় শুধু সময়ের অপেক্ষা।

উপস্থিত ছিলেন হাড়োয়া অঞ্চল তৃণমূলের সভাপতি সিরাজুল ইসলাম, অসিত কুমার মণ্ডল, তরিকুল আলম বাপি সহ অন্যান্যরা।