Sun, October 6, 2024

ই-পেপার দেখুন
logo

পরিবর্তন এখন থেকেই শুরু হল: প্রধানমন্ত্রীর কুর্সিতে বসে বললেন স্টারমার


Kibria Ansary   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৪, ১২:১৬ এএম

পরিবর্তন এখন থেকেই শুরু হল: প্রধানমন্ত্রীর কুর্সিতে বসে বললেন স্টারমার

লন্ডন, ৫ জুলাই: নির্বাচনে বিপুল জয়ের পর প্রধানমন্ত্রীর কুর্সিতে বসলেন লেবার পার্টির নেতা কেয়ার স্টারমার। শুক্রবার বাকিংহাম প্রাসাদে রাজার সঙ্গে দেখা করতে গেলে স্টারমারকে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন দেশটির রাজা তৃতীয় চার্লস। নির্বাচনে জয়ের পর লন্ডনে কেয়ার স্টারমার বলেছেন, ‘পরিবর্তন এখন থেকেই শুরু হলো।’ উচ্ছ্বসিত জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আনন্দিত।’

এদিন প্রথমে কনজারভেটিভ পার্টির নেতা ও ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের পদপত্যাগপত্র গ্রহণ করেন রাজা। বাকিংহাম প্রাসাদের রাজার সঙ্গে দেখা করেন লেবার পার্টির নেতা। তারপরই তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব ভার তুলে দেন রাজা তৃতীয় চার্লস। প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর প্রথম ভাষণে স্টারমার বলেন, "জনগণ সুচিন্তিতভাবে পরিবর্তন এবং জনগণের সেবামূলক রাজনীতির জন্য ভোট দিয়েছে। কোনো দেশকে পরিবর্তন করা সুইচ টেপার মতো বিষয় নয়। এর জন্য সময় প্রয়োজন হবে। তবে পরিবর্তনের জন্য কাজ শুরু করা হবে।" লেবার পার্টির নেতা আরও বলেন, "আমরা পেরেছি। আপনারা এর জন্য প্রচারণা চালিয়েছেন, লড়াই করেছেন, ভোট দিয়েছেন এবং এখন সেটি আমাদের হাতে এসেছে। এখান থেকেই পরিবর্তনের সূচনা হলো।"

উল্লেখ্য, যুক্তরাজ্যে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়; চলে রাত ১০টা পর্যন্ত। এবারের নির্বাচনে অন্তত ৯৮টি রাজনৈতিক দল অংশ নেয়। নির্বাচনে ৪১২টি আসনে জয় পেয়েছে লেবার পার্টি। কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২১টি আসন। সংখ্যাগরিষ্ঠতার জন্য কোনো দলের প্রয়োজন হয় ৩২৬ আসন। লেবার পার্টির জয়ে পতন হয়েছে ১৪ বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির।