Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

ব্রিটেন নির্বাচন: যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি আদনানের জয়


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৫৩ এএম

ব্রিটেন নির্বাচন: যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি আদনানের জয়

পুবের কলম,ওয়েবডেস্ক: ফিলিস্তিন-ইসরাইলের যুদ্ধ'তে লেবার পার্টির অবস্থান নিয়ে দলটির একাংশের মধ্যে যে আগেই ফাটল ধরেছিল তা এদিনের ফলাফলে স্পষ্ট হয়ে গেল।  স্বতন্ত্র প্রার্থী আদনানের জয়ে তারই প্রতিফলন হয়েছে বলে মনে করছেন অনেকে। যুক্তরাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ব্ল্যাকবার্নে ৬৯ বছর ধরে প্রতিনিধিত্ব করছেন লেবার পার্টির আইনপ্রণেতারা। তবে এবারের নির্বাচনে লেবার পার্টির প্রার্থী কেট হলার্নকে হারিয়ে নজির গড়লেন ফিলিস্তিনপন্থি স্বতন্ত্র প্রার্থী আদনান হোসেইন।

সংবাদমাধ্যম সূত্রে খবর, রাজনীতিতে নতুন আসা আদনান ভোট পেয়েছেন ১০ হাজার ৫১৮টি। আর পরাজিত প্রার্থী হলার্ন পেয়েছেন ১০ হাজার ৩৮৬ ভোট। অর্থাৎ, ১৩২ ভোটে হলার্নকে হারিয়ে দেন আদনান।

প্রসঙ্গত, ৩৪ বছর বয়সী আদনান পেশায় আইনজীবী। গাজাপন্থি প্ল্যাটফর্ম থেকে নির্বাচনে দাঁড়ান তিনি। তাকে সমর্থন দেয় প্রাক্তন লেবার কাউন্সিলরদের একটি দল। লেবার দলের গাজা নীতিকে ঘিরে দলটি থেকে সরে যান এই কাউন্সিলররা। 

 

জনমত সমীক্ষা ও বিশেষজ্ঞদের অনুমানকে নির্ভুল প্রমাণ করে ব্রিটেনে ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনককে হারিয়ে ১৪ বছর পর ক্ষমতায় ফেরার পথে লেবার পার্টি।  অপেক্ষা শুধু আর কিছুক্ষণের।