Sun, October 6, 2024

ই-পেপার দেখুন
logo

অবশেষে কাটল শপথ জট, শপথগ্রহণে বাধা নেই জানাল রাজ্যপাল


Kibria Ansary   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৪, ০৬:০৩ পিএম

অবশেষে কাটল শপথ জট, শপথগ্রহণে বাধা নেই জানাল রাজ্যপাল

পুবের কলম, ওয়েবডেস্ক: অবশেষে রাজ্যের দুই শাসক বিধায়কের শপথ জট কাটল। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকারের শপথগ্রহণে কোনও বাধা নেই বলে স্পষ্ট করল রাজভবন। বৃহস্পতিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছেন, দুই বিধায়কের শপথগ্রহণে কোনও বাধা নেই। বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিধানসভাতেই শপথ নিতে পারবেন দুই বিধায়ক। এদিকে আশিস বন্দ্যোপাধ্যায় এই দায়িত্ব তিনি নিতে চান না বলে ঘনিষ্ঠ মহলের দাবি। ফলে শপথগ্রহণ নিয়ে নতুন জটিলতা তৈরির সম্ভাবনা থাকছে।

রাজভবন সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতা ফিরে বিকেলেই রাজ্যপাল দুই বিধায়কের শপথের দায়িত্ব ডেপুটি স্পিকারকে দিয়ে দিয়েছেন। শুক্রবার বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। সেখানেই সায়ন্তিকারা শপথ নিতে পারেন। যদিও রাজভবন থেকে কোনও চিঠি পাননি বলে জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এবিষয়ে তিনি কোনও মন্তব্যও করতে চাননি।