Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

এমএসকে-এসএসকে, সিভিক ভলান্টিয়ার স্বাস্থ্য কর্মীদের অবসরকালীন ভাতা বেড়ে হল ৫ লক্ষ


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:০৬ এএম

এমএসকে-এসএসকে, সিভিক ভলান্টিয়ার স্বাস্থ্য কর্মীদের অবসরকালীন ভাতা বেড়ে হল ৫ লক্ষ

পুবের কলম, ওয়েবডেস্ক: মাধ্যমিক শিক্ষা কেন্দ্র (এমএসকে) এবং শিশু শিক্ষা কেন্দ্র (এসএসকে) শিক্ষকদের অবসরকালীন ভাতা বেড়ে হল ৫ লক্ষ টাকা। রাজ্য সরকার আগেই ঘোষণা করেছিল। সেই ঘোষণামতো এবার নির্দেশিকা জারি করল ßুñল শিক্ষা দফতর। এই সুবিধা পাবে অ্যাকাডেমিক সার্ভিস, আশা কর্মী, স্বাস্থ্য কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ভলান্টিয়ার্স, ভিলেজ পুলিশ, হোমগার্ড, ফায়ার অপারেটর্সরা এই সুবিধা পাবেন। তবে যারা ৬৫ বছর পর্যন্ত কাজ করবেন, তারা এই সুবিধার বাইরে থাকবেন। এই সংক্রান্ত এক নির্দেশিকাও জারি করেছে রাজ্যের সংশ্লিষ্ট দফতরগুলি। সেই নির্দেশিকায় জানানো হয়েছে, এপ্রিল মাসের ১ তারিখ থেকে এই বর্ধিত অনুদান কার্যকর হবে।

উল্লেখ্য, বর্তমানে অবসরের সময় এককালীন দুই থেকে তিন লাখ টাকা অনুদান পান চুক্তিভিত্তিক কর্মীরা। নতুন এই নির্দেশিকা অনুসারে সেই অনুদান প্রায় দ্বিগুণ হল। এর ফলে চুক্তির ভিত্তিতে নিযুক্ত প্রায় পাঁচ লাখ কর্মী উপকৃত হবেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে পেশ হওয়া রাজ্য বাজেটে সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ-সহ চুক্তির ভিত্তিতে নিযুক্ত কর্মীদের অবসরকালীন আর্থিক সুবিধা বাড়িয়ে পাঁচ লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল।
চুক্তিভিত্তিক ওই কর্মীরা সাধারণত কেউ ৬০, কেউ আবার ৬৫ বছর বয়স পর্যন্ত কাজ করেন। এতদিন সাধারণ কর্মী ও চুত্তি ভিত্তিক কর্মীরা অবসরের সময় তিন লাখ টাকা পেতেন। তবে নির্দেশিকা অনুসারে এবার সেই পরিমাণ বেড়ে হচ্ছে পাঁচ লাখ। এ ছাড়াও এমন কিছু কর্মী আছেন, যাঁদের অনুদান ২ লাখ থেকে তিন লক্ষ। এবার তিন লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ করা হল।

প্রসঙ্গত, ৬০ থেকে ৬৫ বছর বয়স পর্যন্ত চাকরির নিরাপত্তা, ছুটি, নির্দিষ্ট হারে বাৎসরিক বেতন বৃদ্ধির ব্যবস্থা রাজ্য সরকার আগেই করেছে। কিছুদিন আগে আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া চুক্তিভিত্তিক কর্মীদের বেতন তিন থেকে সাড়ে তিন হাজার টাকা বৃদ্ধির ঘোষণাও করা হয়।