Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

ফিলিস্তিনপন্থি বিক্ষোভে পড়ুয়াদের দমনপীড়ন, ১১ মার্কিন আমলার ওপর নিষেধাজ্ঞা জারি ইরানের


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:০৭ এএম

ফিলিস্তিনপন্থি বিক্ষোভে পড়ুয়াদের দমনপীড়ন, ১১ মার্কিন আমলার ওপর নিষেধাজ্ঞা জারি ইরানের

তেহরান, ৪ জুলাই: মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ুয়াদের ফিলিস্তিনপন্থি বিক্ষোভে দমনপীড়ন চালানোয় ১১ মার্কিন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করল ইরান। বুধবার এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়েছে দেশটির বিদেশ মন্ত্রণালয়।

উল্লেখ্য, গাজায় ইসরাইলের নৃশংস হামলার প্রতিবাদে গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে শুরু হয় পড়ুয়া বিক্ষোভ। ফিলিস্তিনের পক্ষে সংহতি জানাতে রাস্তায় নামেন হাজার হাজার পড়ুয়া ও শিক্ষক। আন্দোলনে পড়ুয়াদের ওপর নজিরবিহীন দমনপীড়ন চালানো হয়। ছাড় দেওয়া হয়নি শিক্ষকদেরও। আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র নিন্দা ও সমালোচনা সত্ত্বেও অনেককে গ্রেফতার ও হয়রানি করা হয়েছে।

পপড়ুয়াদের আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগে ১১ জন মার্কিন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইরান। ইরানের বিদেশ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী পড়ুয়াদের আন্দোলন দমনের সময় ওই মার্কিন কর্মকর্তারা মানবাধিকার লঙ্ঘন করেছেন। তেহরান জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় আসা মার্কিন পুলিশ কর্মকর্তাদের সম্পদ জব্দ করা হবে। তারা ইরানি অর্থ ব্যবস্থা ও ব্যাংকিং সিস্টেমে লেনদেন করতে পারবেন না এবং ইরানে প্রবেশের ভিসা দেয়া হবে না।


ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় ৩৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে বেশিরভাগই নারী-শিশু। গাজায় এ ভয়াবহ আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনের সীমান্ত কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে ইসরাইল। ফলে সেখানে কোনো ত্রাণ সহায়তা পৌছাঁতে পারছে না।