Sat, October 5, 2024

ই-পেপার দেখুন
logo

বিহারে ফের ভেঙে পড়ল সেতু, ১৬ দিনে ১০টি সেতু বিপর্যয়


Kibria Ansary   প্রকাশিত:  ০৫ অক্টোবর, ২০২৪, ০৫:৪৩ এএম

বিহারে ফের ভেঙে পড়ল সেতু, ১৬ দিনে ১০টি সেতু বিপর্যয়

পাটনা, ৪ জুলাই: ফের সেতু বিপর্যয় বিহারে। মাত্র দু'সপ্তাহে ভাঙল ১০টি সেতু। সর্বশেষ সেতু ভেঙে পড়ে বিহারের সারান শহরে। যেখানে গত ২৪ ঘণ্টায় আরও দুটি সেতু ভেঙে পড়ার খবর মিলেছে। এবার গণ্ডকী নদীর উপর ১৫ বছরের পুরনো একটি সেতু ধসে পড়ল। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সেতুটি সারনের বেশ কয়েকটি গ্রামকে সিওয়ান জেলার সাথে সংযুক্ত করেছিল। সারনের জেলাশাসক আমন সমীর জানিয়েছেন, "জেলায় এই ছোট সেতুগুলি ভেঙে পড়ার কারণ জানতে উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।" তিনি আরও জানান, ছোট সেতুটি ১৫ বছর আগে নির্মাণ করা হয়। তিনি ঘটনাস্থলে যাচ্ছেন এবং জেলা প্রশাসনের আরও কয়েকজন কর্মকর্তা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন।

প্রশাসন জানিয়েছে, বুধবার সারন জেলায় দুটি ছোট সেতু ভেঙে পড়েছে। একটি জনতা বাজারে এবং অন্যটি লাহলাদপুরে। এই ধারাবাহিক ঘটনাগুলি রাজ্যের পুরানো সেতুগুলির কাঠামোগত অখণ্ডতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তবে ধসের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, সাম্প্রতিক পলি অপসারণের কাজ এবং এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে ঘটনা ঘটতে পারে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে এই কাঠামোগুলি দুর্বল হয়ে পড়ে থাকতে পারে। যার ফলে ধসে পড়তে পারে সেতুটি। সারনের পাশাপাশি সিওয়ান, মধুবনী, আরারিয়া, পূর্ব চম্পারণ এবং কিষাণগঞ্জ সহ অন্যান্য জেলাতেও একই ধরনের ঘটনা ঘটেছে। যার ফলে ১৬ দিনে মোট ১০টি সেতু ভেঙে পড়ল।