Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৮ হাজার ছাড়ালো


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৫০ এএম

গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৮ হাজার ছাড়ালো

 

পুবের কলম,ওয়েবডেস্ক: গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রক এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। সূত্রটি জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় অন্তত ৩৮ হাজার ১১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরো ৮৭ হাজার ৪৪৫ জন আহত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই ৫৮ জন নিহত হয়েছে। এছাড়া ১৭৯ জন আহত হয়েছে।এদিকে, গত ৭ অক্টোবরের পর থেকে পশ্চিমতীর থেকে ৯ হাজার ৫২০ ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।  
এদিকে গাজায় একটি যুদ্ধবিরতি এবং ইসরাইলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দিবিনিময়ের লক্ষ্যে একটি ফ্রেমওয়ার্ক চুক্তির দ্বারপ্রান্তে হামাস ও তেল আবিব। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তও জানিয়েছেন, ফিলিস্তিনি পক্ষের সঙ্গে জিম্মি বিনিয়মের খুব কাছাকাছি অবস্থান করছে তার দেশ।  ইসরায়েলি কর্মকর্তারা বিশ্বাস করেন, হামাসের যুদ্ধবিরতি ও বন্দী-জিম্মি বিনিময়ের লক্ষ্যে সর্বশেষ যে প্রতিক্রিয়া জানিয়েছে তা দুই পক্ষকে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে বিশদ আলোচনায় যেতে সাহায্য করবে। তবে চুক্তির বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বা কোনো পক্ষ এটি নিশ্চিত করেনি। চুক্তিটি বাস্তবায়িত হওয়ার আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আলোচনার পরবর্তী পর্বে প্রবেশের সবুজসংকেত দিতে হবে।