Sun, October 6, 2024

ই-পেপার দেখুন
logo

জোট লোকসভাতেই, বিধানসভা ভোটে একলা চলো পথে কংগ্রেস: সাফ জানালেন জয়রাম রমেশ


Kibria Ansary   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৪, ০৯:২৩ পিএম

জোট লোকসভাতেই, বিধানসভা ভোটে একলা চলো পথে কংগ্রেস: সাফ জানালেন জয়রাম রমেশ

নয়াদিল্লি, ৪ জুলাই: লোকসভা ভোটে একজোট হয়ে লড়াই করেছে কংগ্রেস-আপ। তবে এবার হরিয়ানা এবং দিল্লি বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে আপের জোট হবে না বলে সাফ জানালেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। এদিকে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোট একযোগে লড়াই করবে বলে মন্তব্য করলেন কংগ্রেস নেতা। বৃহস্পতিবার জয়রাম রমেশ বলেন, "অন্য রাজ্যের সঙ্গে সেখানকার পরিস্থিতি বিচার করেই এই সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। পঞ্জাব ও হরিয়ানাতে একলা চলার নীতি নিয়েছে কংগ্রেস। পঞ্জাবে কোনও জোট হবে না। লোকসভায় আপের সঙ্গে জোট করে লড়েছে কংগ্রেস শিবির। তবে বিধানসভার ক্ষেত্রে তা হবে না।" কংগ্রেস নেতার মতে, "লোকসভা ভোটে হরিয়ানায় আমরা আম আদমি পার্টিকে (আপ) একটি আসন দিয়েছিলাম। কিন্তু আমি মনে করি না যে বিধানসভা নির্বাচনে 'ইন্ডিয়া জোট' থাকবে। দিল্লিতে আপ নিজেই জানিয়ে দিয়েছে, বিধানসভা ভোটে ইন্ডিয়া জোট থাকবে না।"


রমেশ আরও বলেন, "আমি বলেছিলাম যে ইন্ডিয়া জোট লোকসভা নির্বাচনের জন্য। কিন্তু যে রাজ্যগুলিতে পরিস্থিতি এমন যে আমাদের রাজ্যের নেতারা এবং আমাদের জোটের শরিক নেতারা চান, সেখানে জোট থাকবে। মহারাষ্ট্রে শিবসেনা ও এনসিপির সঙ্গে জোট হবে। ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড মুক্তি মোর্চের সঙ্গে আমাদের জোট রয়েছে।"