Sun, October 6, 2024

ই-পেপার দেখুন
logo

দক্ষিণের জেলাগুলিতে ভারি বৃষ্টির সম্ভাবনা, প্রবল বর্ষণ উত্তরের জেলাগুলিতেও


ইমামা খাতুন   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৪, ০৭:৩৩ পিএম

দক্ষিণের জেলাগুলিতে ভারি বৃষ্টির সম্ভাবনা, প্রবল বর্ষণ উত্তরের জেলাগুলিতেও

 

 

পুবের কলম প্রতিবেদকঃ মৌসুমী বায়ুর প্রভাবে গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে্র একাধিক জেলাজুড়ে চলছে লাগাতার বৃষ্টিবিশেষ করে পাহাড় লাগোয়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় প্রবল বর্ষনের ফলে উত্তরের নদীগুলিতেও বেড়েছে জলস্তর দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বিক্ষিপ্ত  বৃষ্টিতে দফায় দফায় ভিজছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা সহ কলকাতা।  বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর,  আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের সমুদ্র উপকূলবর্তি জেলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে পূর্বাভাসে আরও বলা হয়েছে, কাঁথি উপকূলের কাছে সৃষ্ট নিম্নচাপের ফলে  পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা সহ আগামী দু-দিনে উত্তরবঙ্গে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে 

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী সপ্তাহ থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে হাওয়া অফিসের তরফে উত্তরবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতে দার্জিলিং এবং আলিপুরদুয়ারে এছাড়াও উত্তরবঙ্গের অন্যান্য জেলা গুলিতে হলুদ সতর্কবার্তা  দেওয়া হয়েছে

অন্যদিকে আজ শুক্রবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা ছাড়াও দুই মেদিনীপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা  রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দার্জিলিং ও কালিম্পঙ জেলায় প্রবল বর্ষণের ফলে তিস্তা, জলঢাকা-সহ একাধিক নদীতে জলস্তর বাড়তে পারে এছাড়াও আগামী ৮ এবং ৯ জুলাই দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর