Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

মদ খেয়ে কলেজে ঢুকতে বাধা, বেঙ্গালুরুতে গার্ড'কে খুন ছাত্রের


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০১ পিএম

মদ খেয়ে কলেজে ঢুকতে বাধা, বেঙ্গালুরুতে গার্ড'কে খুন ছাত্রের

পুবের কলম,ওয়েবডেস্ক: মদ খেয়ে কলেজে ঢুকতে বাধা। গার্ড'কে খুন ছাত্রের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর আমরুথাহল্লি এলাকার সিন্ধি কলেজে। জানা গেছে, বুধবার মদ খেয়ে কলেজে ঢুকতে বাধা দেয় ওই গার্ড। তাতেই বেজায় চটে যায়  অভিযুক্ত  ছাত্র।  তারপরে ব্যাগ থেকে ছুরি বার করে কোপাতে শুরু করে সে। অভিযুক্ত পড়ুয়ার নাম  ভার্গব জ্যোতি বর্মণ।  বয়স ২২। বিহারের বিএ-এর শেষ বর্ষের ছাত্র। আপাতত পুলিশ তাকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, জয় কিশোর রায় নামে ওই গার্ড  তখন ডিউটিতে ছিলেন।বিকেল সাড়ে তিনটে নাগাদ কলেজে আসার সময় ভার্গব মদ্যপ ছিল। তাকে কলেজে ঢুকতে নিষেধ করে জয় কিশোর। এটাই কাল হয় তার জন্য। পড়ুয়ার ছুরিকাঘাতে সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ে সে। ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর দেওয়া হয় পুলিশে। সিসিটিভি ফুটেজ দেখে ভার্গবকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ছাত্র প্রাপ্তবয়স্ক। তাকে হেফাজতে নেওয়া হয়েছে। সে মদ্যপ অবস্থায় ছিল কিনা তা জানতে রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।