Sun, October 6, 2024

ই-পেপার দেখুন
logo

'বাবা কাউকে পায়ে হাত দিতে দেন না, চরণধুলির কথা মিথ্যা, সব ষড়যন্ত্র', দাবি ভোলে বাবার আইনজীবীর


Bipasha Chakraborty   প্রকাশিত:  ০৪ অক্টোবর, ২০২৪, ১১:৩০ এএম

'বাবা কাউকে পায়ে হাত দিতে দেন না, চরণধুলির কথা মিথ্যা, সব ষড়যন্ত্র', দাবি ভোলে বাবার আইনজীবীর

 

 

পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের হাথরাসের ঘটনায় এখনও বেপাত্তা স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবা। ঘটনায় মুখ্য সেবায়েত দেবপ্রকাশের নামে এফআইআর দায়ের করা হয়েছে। এদিকে এই চাপানউতোর পরিস্থিতির মধ্যে ধর্মগুরু সুরজ পাল ওরফে নায়ায়ণ সাকার হরি ওরফে 'ভোলে বাবা' আইনজীবী এপি সিংয়ের দাবি সমস্তটাই ষড়যন্ত্র। ঘটনার নেপথ্যে হাত রয়েছে কিছু সমাজবিরোধীর। আইনজীবী এপি সিং বলেন, ভোলে বাবা তার স্থান ছেড়ে বেরিয়ে যাওয়ার পর তখন আমাদের স্বেচ্ছাসেবকরা কিছু বুঝতে পারেননি কি হয়েছে। কারণ পুরোটাই একটি ষড়যন্ত্র ছিল। কারণ তার তদন্ত হওয়া প্রয়োজন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মঙ্গলবার সৎসঙ্গ শেষ হওয়ার পরেই বাবার চরণধুলি নিতে হুড়োহুড়ি পড়ে যায়। তখন পদপিষ্ট হয়ে মৃত্যু হয় মানুষের। তবে তদন্তের এই বিষয় অস্বীকার করেছেন ভোলে বাবার আইনজীবী। চরণধুলি নিয়ে ভোলের বাবার আইনজীবীর দাবি, বাবা কাউকে পায়ে হাত দিতে দেন না। তাই যে পদধুলি নেওয়ার কথা বলা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। এই দাবির তো কোনও ছবি বা ভিডিয়ো নেই।