Sun, October 6, 2024

ই-পেপার দেখুন
logo

ডেঙ্গু আতঙ্কে বর্ষায় জমা জল নিয়ে বিক্ষোভ হাওড়ার বালিতে


Bipasha Chakraborty   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৪, ০৭:১১ পিএম

ডেঙ্গু আতঙ্কে বর্ষায় জমা জল নিয়ে বিক্ষোভ হাওড়ার বালিতে

 

আইভি আদক, হাওড়া: বর্ষায় জমা জলের সমস্যা নিয়ে ফের বিক্ষোভে সাধারণ মানুষ। হলো পথ অবরোধ। বৃহস্পতিবার সকালে হাওড়ার বালি পৌরসভার অন্তর্গত লিলুয়া মীরপাড়ার ঘটনা। ওই এলাকার ৩০ ও ৩৪ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, বর্ষার সময় এই এলাকায় জল জমে যায়। সেই জল এলাকায় দীর্ঘ সময় জমে থাকে।

অনেকদিন সময় লাগে সেই জল সরতে। বারবার বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েও এর সমাধান হয়নি। প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা এদিন বাঁশের ব্যারিকেড করে পথ অবরোধ করেন। টানা প্রায় ঘন্টা দুয়েক অবরোধ চলার পর লিলুয়া থানার আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা।