Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

বৈঠকে বিরোধ: ইসরাইলি সেনা গাজায় যুদ্ধবিরতি চাইলেও নেতানিয়াহু চান যুদ্ধ


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:১৭ পিএম

বৈঠকে বিরোধ: ইসরাইলি সেনা গাজায় যুদ্ধবিরতি চাইলেও নেতানিয়াহু চান যুদ্ধ

তেল আবিব, ৩ জুলাই: গাজায় চলমান যুদ্ধ নিয়ে ইসরাইলি সেনাবাহিনীর শীর্ষ কর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বৈঠকে স্পষ্ট বিরোধ। আইডিএফের শীর্ষ জেনারেলরা যেকোনো মূল্যে গাজায় যুদ্ধবিরতি চান। এমনকি তাতে যদি উপত্যকার শাসন ক্ষমতা হামাসের হাতেই থাকে। তবে নেতানিয়াহুর অবস্থান তার সম্পূর্ণ বিপরীত। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনোভাবেই যুদ্ধবিরতি হবে না।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরাইলে হামলা করে হামাস। পাশাপাশি দুই শতাধিক জনকে বন্দি করে গাজায় নিয়ে যায়। জবাবে গাজায় সামরিক আগ্রাসন শুরু করে ইসরাইল। এরপর থেকে দীর্ঘ আট মাসের বেশি ধরে এ যুদ্ধ অব্যাহত রয়েছে। ইসরাইলি আগ্রাসনে গাজা উপত্যকা কার্যত ধ্বংস হয়ে গেছে। এখন পর্যন্ত ৩৮ হাজার নিরীহ ও নিরস্ত্র ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার বেশিরভাগই নারী ও শিশু। আহতের সংখ্যা ৮৮ হাজার ছুঁই ছুঁই।
 গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। ওই সময়ে ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে ১১০ ইসরাইলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। দ্বিতীয় যুদ্ধবিরতি নিয়ে সেই থেকে আলোচনা অব্যাহত থাকলেও এখনও পর্যন্ত তা আলোর মুখ দেখেনি।