Sat, October 5, 2024

ই-পেপার দেখুন
logo

হিজরি নববর্ষ ১৪৪৬: ১ দিনের ছুটি ঘোষণা সংযুক্ত আরব আমিরাতের


ইমামা খাতুন   প্রকাশিত:  ০৫ অক্টোবর, ২০২৪, ০১:৩২ এএম

হিজরি নববর্ষ ১৪৪৬: ১ দিনের ছুটি ঘোষণা সংযুক্ত আরব আমিরাতের

পুবের কলম,ওয়েবডেস্ক: হিজরি নববর্ষ ১৪৪৬। ইসলামিক নববর্ষের জন্য আগামী ৭ জুলাই ১ দিনের ছুটির  ঘোষণা সংযুক্ত আরব আমিরাতের। এদিন  ইউএইই কর্তৃপক্ষ এই প্রসঙ্গে একটি নির্দেশিকা জারি করেছে। তাতে জানানো হয়েছে, বেতন সহ ছুটি দেওয়া হবে।  পাবলিক সেক্টরের কর্মীরাও এই ছুটি উপভোগ করতে পারবে। পয়লা মহরম'কে মাথায় রেখে আগামী ৭ জুলাই সরকারি ও বেসরকারি সেক্টরগুলিতে ছুটি দিয়েছে ওমান সরকার বলেও জানা গেছে। ইসলামী নববর্ষ হিজরি নববর্ষ নামেও পরিচিত। এই দিনটি নতুন ইসলামীয় চন্দ্র ক্যালেন্ডারের সূচনা করে। ইসলামিক ক্যালেন্ডার ৩৫৪ বা ৩৫৫ দিনের হয়। এটি গ্রেগরিয়ান ক্যালেন্ডারের তুলনায় প্রায় ১১ দিন কম।