Tue, July 9, 2024

ই-পেপার দেখুন
logo

ইন্দোরের আশ্রমে খাবারে বিষক্রিয়ার জের, মৃত্যু ৪ নাবালকের


ইমামা খাতুন   প্রকাশিত:  ০৮ জুলাই, ২০২৪, ০৯:৩৯ এএম

ইন্দোরের আশ্রমে খাবারে বিষক্রিয়ার জের, মৃত্যু ৪ নাবালকের

 

 

 

পুবের কলম,ওয়েবডেস্ক:   খাবারে বিষক্রিয়ার জের। মধ্যপ্রদেশের ইন্দোরে আশ্রমের খাবার খেয়ে মৃত্যু  নাবালকের। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আরও অনেকে।  ঘটনাটি শ্রী যুগপুরুষ ধামের ইন্দোরের বাল আশ্রমের।  জানা গেছে, ওই আশ্রমে ২০৪ জন দিব্যাঙ্গ শিশু রয়েছেন।  দীর্ঘদিন ধরেই এই আশ্রমে রয়েছে তারা। কীভাবে এতজন নাবালক একসঙ্গে অসুস্থ হল, তা ঘিরে উচ্চ পর্যায়ের তদন্ত চলছে। খাদ্য দফতরের তরফে আশ্রমের খাবারের গুণমান খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতাল সূত্রে খবর, অসুস্থ নাবালকদের ঘনঘন বমি, ডায়রিয়ার মতো উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। প্রাথমিক অনুমান, আশ্রমের খাবারে বিষক্রিয়ার জেরেই প্রাণহানির ঘটনাগুলো ঘটেছে। যদিও পুলিশ চারটি মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। তারপরেই মৃত্যুর কারণ জানা যাবে।