Sun, October 6, 2024

ই-পেপার দেখুন
logo

এবার রাজস্থানে ৮ লক্ষ টাকার বিনিময়ে ফরেস্ট গার্ড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, গ্রেফতার ১


ইমামা খাতুন   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৪, ০৮:১৩ পিএম

এবার রাজস্থানে ৮ লক্ষ টাকার বিনিময়ে ফরেস্ট গার্ড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, গ্রেফতার ১

 

 

পুবের কলম,ওয়েডেস্ক: সারাদেশে প্রশ্ন ফাঁস যেন জলভাত। এবার রাজস্থানে ফরেস্ট গার্ড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ  উঠল। এই অসাধুকাণ্ডে জড়িত ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গ্রেফতার ১। জানা গেছে, ৮  লক্ষ টাকার বিনিময়ে পেপার ফাঁস হয়েছে। পরীক্ষা শুরু হওয়ার তিন ঘণ্টা আগে এই কাণ্ড ঘটিয়েছে অভিযুক্তরা। শুধু তাই নয়, তিনজন পরীক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরিতে নিয়োগ পেয়েছেন। সংশ্লিষ্ট ঘটনায় জড়িত অন্যতম অভিযুক্ত প্রবীণ মালভি পুলিশের কাছে অভিযোগ স্বীকার করেছেন। অভিযুক্তকে ২৮ জুন গ্রেফতার করেছে বান্সবাড়া পুলিশ। সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টের গবেষণা অনুযায়ী, গত ৭ বছরে অন্তত ৭০ বার বিভিন্ন পাবলিক এগজামের প্রশ্ন লিক হয়েছে। তার মধ্যে যেমন কেন্দ্রীয় পরীক্ষা আছে, তেমনই আছে নানা রাজ্যের সরকারি পরীক্ষাও। প্রসঙ্গত, জেএনএন, জাগরণ, উদয়পুরের ২০২২ সালের ১৩ নভেম্বর অনুষ্ঠিত হওয়া ফরেস্ট গার্ড নিয়োগ পরীক্ষার তিন ঘণ্টা আগে প্রশ্নপত্র ফাঁস হয়। এদিন বান্সবাড়া পুলিশ আরও জানায় এখন মামলার তদন্ত স্পেশাল অপারেশন গ্রুপের (এসওজি) কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে । শীঘ্রই পুরো ঘটনা প্রকাশ্যে আসবে।