Sun, October 6, 2024

ই-পেপার দেখুন
logo

ওড়িশায় গুগলের ফাঁদে পড়ে নিষিদ্ধ জঙ্গলে ৫ বন্ধু, পুলিশের চেষ্টায় উদ্ধার ১১ ঘণ্টা পর


ইমামা খাতুন   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৪, ০৮:১১ পিএম

ওড়িশায় গুগলের ফাঁদে পড়ে নিষিদ্ধ জঙ্গলে ৫ বন্ধু, পুলিশের চেষ্টায় উদ্ধার ১১ ঘণ্টা পর

 

 

 

পুবের কলম,ওয়েবডেস্ক: গুগলের ফাঁদে পা দিয়ে এবার জঙ্গলে পাঁচ বন্ধু। উদ্ধার ১১ ঘণ্টা পর। বর্তমান সময়ে রাস্তা-ঘাটের দিক-নির্দেশনায় গুগলের ব্যবহার অপরিসীম। সামান্য ৫ মিনিটের রাস্তা খুঁজতেও গুগলের ব্যবহার করে মানুষ। এবার গুগলের ব্যবহারে মহাবিপদে পড়ল পাঁচ বন্ধু। জানা গেছে, ওড়িশার সপ্তসজ্জা মন্দিরে বেড়াতে গিয়েছিলেন সুজিত্য সাহু, সূর্য প্রকাশ মোহান্তি, সুবান মহাপাত্র, হিমাংশু দাস এবং অরক্ষিতা মহাপাত্র নামে পাঁচ বন্ধু।  আর সেই ম্যাপই হয়ে উঠল কাল। মন্দির থেকে বেরিয়ে  ফেরার  রাস্তা খুঁজতে গিয়ে গুগল ম্যাপের সাহায্য নেন তাঁরা। ম্যাপ ধরে এগোতে এগোতে কিছুক্ষণ পর নিজেদের গভীর জঙ্গলে আবিষ্কার করেন। ভুন্ডশালা নামক একটি নিষিদ্ধ জঙ্গলে পৌঁছে যায়। যা জনসাধারণের জন্য পরিত্যক্ত বলেই খবর। জানা গিয়েছে, কটকের এক বেসরকারি কলেজের পড়ুয়া তারা। ​​​অনেক কষ্টে পুলিশের সঙ্গে যোগাযোগ করে ওই পাঁচ বন্ধু। অবশেষে ১১ ঘণ্টা পর উদ্ধার হয় তারা।