Sat, July 6, 2024

ই-পেপার দেখুন
logo

ইন্ডিগোর বিমানে ছড়াল বোমাতঙ্ক, জরুরি অবস্থা ঘোষণা মুম্বই বিমানবন্দরে


News Desk   প্রকাশিত:  ০৫ জুলাই, ২০২৪, ১১:১০ এএম

ইন্ডিগোর বিমানে ছড়াল বোমাতঙ্ক, জরুরি অবস্থা ঘোষণা মুম্বই বিমানবন্দরে

মুম্বাই, ১ জুন: ইন্ডিগোর বিমানে ছড়াল বোমাতঙ্ক। সূত্রের খবর, শনিবার সকালে চেন্নাই থেকে মুম্বইয়ে অবতরণের পরই ইন্ডিগোর বিমানে বোমা রাখা আছে বলে খবর আসে মুম্বই বিমানবন্দরে। ৬ই৫৩১৪ (6E5314) ইন্ডিগোর বিমানে জরুরি অবস্থা ঘোষণা করে কর্তৃপক্ষ। তারপর সঙ্গে সঙ্গেই বিমানে শুরু হয় তল্লাশি অভিযান। গত সপ্তাহে ইন্ডিগোর বিমানে এমন আতঙ্ক ছড়িয়েছিল। গত ২৮ মে দিল্লি থেকে আসা ইন্ডিগোর বারাণসী বিমানে বোমা হামলার হুমকি আসে।

 

জানা গিয়েছে, ইন্ডিগোর বিমানটি ১৭২ জন যাত্রী নিয়ে সকাল ৭টা নাগাদ চেন্নাই থেকে ওড়ে মুম্বই বিমানবন্দরের উদ্দেশে। বিমানটি মুম্বই বিমানবন্দরে নামে সকাল পৌনে ন’টা নাগাদ। তার পরেই শুরু হয় তল্লাশি। তবে এখনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানা গেছে। যাত্রীরা এখনও বিমানেই রয়েছেন। তাঁদেরকেও তল্লাশি করা হচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

 

চেন্নাই-মুম্বই বিমানে বোমা হামলার হুমকির বিষয়টি নিশ্চিত করে ইন্ডিগোর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, "মুম্বইয়ে অবতরণের পর ক্রুরা প্রোটোকল মেনেই বিমানটিকে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। সব যাত্রী বিমানটিকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। বর্তমানে বিমানের পরীক্ষা-নিরীক্ষা চলছে। সব ধরনের নিরাপত্তা তল্লাশি শেষে বিমানটিকে টার্মিনাল এলাকায় ফিরিয়ে আনা হবে।"