Sat, July 6, 2024

ই-পেপার দেখুন
logo

কোপায় প্যারাগুয়েকে উড়িয়ে জয়ে ফিরল ব্রাজিল


Kibria Ansary   প্রকাশিত:  ০৫ জুলাই, ২০২৪, ০৮:১৬ পিএম

কোপায় প্যারাগুয়েকে উড়িয়ে জয়ে ফিরল ব্রাজিল

পুবের কলম, ওয়েবডেস্ক: অবশেষে জয়ে ফিরল ব্রাজিল। কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টারে যাওয়ার ক্ষেত্রে নিজেদের রাস্তা কিছুটা পরিস্কার করল সেলেকাওরা।  প্যারাগুয়ে চিরকালই ব্রাজিলের বেশ বড় একটা গাঁট। বহু ক্ষেত্রেই প্যারাগুয়ের কাছে আটকে গিয়ে ব্রাজিলকে অনেক প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে হয়েছে। একে প্রথম ম্যাচে গোলই করতে পারেনি ব্রাজিল। ছন্নছাড়া ফুটবল খেলে প্রথম ম্যাচেই পয়েন্ট নষ্ট করে ফেলেছিলেন সেলেকাওরা। কিন্তু এই ম্যাচে সেখান থেকে ঘুরে দাঁড়াতে চেয়েছিল সাম্বার দেশ।

প্রথম আধ ঘন্টা প্যারাগুয়ে নিয়মমাফিক কঠিন ফুটবলটাই খেলল। যদিও মাঝে মধ্যে ভিনিশিয়াস, রডরিগোরা আক্রমণ শানাচ্ছিলেন, কিন্তু তা থেকে গোলর মুখ খুলতে পারছিলেন না। ৩০ মিনিটে পেনাল্টি মিস করলেন পাকুয়েতা। অবশেষে ব্রাজিল গোলের মুখ খুলল ম্যাচের ৩৫ মিনিটে। ত্রাতা সেই ভিনিশিয়াস জুনিয়র। ৪৩ মিনিটে গোল করে ব্রাজিলের হয়ে ব্যবধান বাড়ালেন স্যাভিও। প্রথমার্ধের ইনজুরি টাইমে ফের গোল করলেন ভিনিশিয়াস জুনিয়র।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল প্যারাগুয়ে। ৪৮ মিনিটে ওমর অলডারেট গোল করে ব্যবধান কমালেও আর গোল ব্যবধান কমেনি। বরং সেই ব্যবধান বাড়িয়েই চলেছিলেন ব্রাজিল। ৬৫ মিনিটে প্যারাগুয়েকে শেষ ধাক্কাটা দিলেন লুকাস পাকুয়েটা। তাঁর গোলে ৪-১ গোলে জয় সুনিশ্চিত করল ব্রাজিল। দুটি ম্যাচ থেকে আপাতত ব্রাজিলের সংগ্রহ ৪ পয়েন্ট। কোয়ার্টারে যেতে গেলে পরের ম্যাচটা জিততেই হবে ব্রজিলকে।