Thu, July 4, 2024

ই-পেপার দেখুন
logo

ইসরাইলি বর্বরতায় বিপর্যস্ত গাজা, একদিনে বাস্ত্যুচ্যুত ৬০ হাজার ফিলিস্তিনি


Kibria Ansary   প্রকাশিত:  ০৩ জুলাই, ২০২৪, ১১:৫১ পিএম

ইসরাইলি বর্বরতায় বিপর্যস্ত গাজা, একদিনে বাস্ত্যুচ্যুত ৬০ হাজার ফিলিস্তিনি

গাজা, ২৯ জুন: ইসরাইলি বর্বরতায় বিপর্যস্ত গাজাবাসী। এবার একদিনের মধ্যে উপত্যকাটির পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চল থেকে বাস্ত্যুচ্যুত করা হয়েছে কমপক্ষে ৬০ হাজার ফিলিস্তিনিকে। আলজাজিরা জানিয়েছে, গত বৃহস্পতিবার গাজার শুজাইয়া এলাকায় স্থল অভিযান শুরু করে ইসরাইল। এতে গাজা শহরের পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের ৬০ হাজার থেকে ৮০ হাজার বাসিন্দা এলাকা ছেড়ে পালিয়েছে। সাধারণ জনগণকে অবিলম্বে শুজাইয়া এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশও দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

রাষ্ট্রসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক সমন্বয় দফতর জানিয়েছে, গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ইসরাইলি হামলায় ১৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৩৩১ জন। এদিকে মধ্য গাজায় বুরেজ শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামালায় ৩ চিকিৎসক নিহতসহ আহত হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি।
এছাড়া দেইর আল বালাহ শহরের দুটি আবাসিক ভবনে দখলদার বাহিনীর হামলায় প্রাণ গেছে কয়েকজনের। নেতানিয়াহু বাহিনী হামলা চালিয়েছে উপত্যকাটির মাগাজি শরণার্থী শিবির ও ইয়ারমুক এলাকার একটি আবাসিক ভবনেও।