Fri, July 5, 2024

ই-পেপার দেখুন
logo

লাদাখে হড়পা বানে ট্যাঙ্ক ডুবে মৃত্যু ৫ সেনার, শোকজ্ঞাপন প্রতিরক্ষা মন্ত্রীর


Bipasha Chakraborty   প্রকাশিত:  ০৪ জুলাই, ২০২৪, ০৮:৪২ পিএম

লাদাখে হড়পা বানে ট্যাঙ্ক ডুবে মৃত্যু ৫ সেনার, শোকজ্ঞাপন প্রতিরক্ষা মন্ত্রীর


লেহ, ২৯ জুন: লাদাখে হড়পা বানে ট্যাঙ্ক ডুবে মৃত্যু হল ৫ সেনা জওয়ানের। শুক্রবার রাত ১টা নাগাদ লাদাখের নিওমা-চুশুল এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) কাছে ট্যাঙ্কটি তীব্র জলের স্রোতে ভেসে যায়। দুর্ঘটনাটি ঘটে লেহ থেকে ১৪৮ কিলোমিটার দূরে। একটি প্রশিক্ষণের অনুশীলনের জন্য সেনারা টি-৭২ ট্যাঙ্কে চড়েছিলেন। নদী পারাপারের সময় আচমকা হড়পা বান এসে পড়ে, ভেসে যায় ট্যাঙ্কটি। লাদাখে চিন সীমান্তের কাছে দৌলতবেগ ওল্ডি এলাকার নিয়োমা চুশুল এলাকা। সেখানেই চলছিল সেনার নদী পারাপারের একটি প্রশিক্ষণ। সেইসময় নদীতে হড়পা বান আসে।  
জানা গেছে, ভেসে যাওয়া সেনার মধ্যে ৪ জন জওয়ান সহ একজন জুনিয়ার কমিশনড অফিসার ছিলেন। প্রথমে সেনাদের খোঁজে তল্লাশি শুরু হয়। পরে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। শোকজ্ঞাপন করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
প্রতিরক্ষামন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, 'দুর্ভাগ্যজনক ঘটনা। লাদাখে নদী পারাপারের সময় হড়পা বানে আমাদের পাঁচ সেনা জওয়ান প্রাণ হারিয়েছেন।শোকের এই মুহূর্তে দেশের বীর সেনা-জওয়ানদের আত্মবলিদানকে অভিবাদন জানাচ্ছি। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, দেশবাসী এই দুঃসময়ে তাদের পাশে রয়েছে।' 
এক্স হ্যান্ডেলে ট্যুইট করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে লেখেন, 'লাদাখে একটি নদী পেরিয়ে একটি যাওয়ার সময় টি-৭২ ট্যাঙ্ক ভেসে গিয়ে ৪ জন জওয়ান সহ একজন জুনিয়ার কমিশনড অফিসারের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। শোকের এই মুহূর্তে জাতি আমাদের বীর সেনাদের দৃষ্টান্তমূলক সেবাকে অভিবাদন জানাতে একত্রে দাঁড়িয়েছে।' শোকপ্রকাশ করেছেন অরুণাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। 
লেহ ভিত্তিক সেনার পিআরও এক বিবৃতিতে জানিয়েছেন, শ্যাওক নদীতে সেনা প্রশিক্ষণ চলাকালীন আচমকা হড়পা বান আসে। সেইসময় তাদের প্রশিক্ষণ চলছিল। ট্যাঙ্ক ডুবে মৃত্যু হয় জওয়ানদের। খবর পাওয়া মাত্রই উদ্ধারকাজ শুরু হয়। কিন্তু তীব্র জলস্রোতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়, সেনাদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। পূর্ব লাদাখে মোতায়েন পাঁচ সেনার মৃত্যুতে গভীর শোকস্তব্ধ ভারতীয় সেনা। 
উল্লেখ্য, গত বছর সেনা জওয়ানদের নিয়ে লেহ-র কিয়ারিতে ট্যাঙ্ক দুর্ঘটনা ঘটে। নয়ানজুলিতে পড়ে ৯ জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছিল।