Wed, July 3, 2024

ই-পেপার দেখুন
logo

ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টায় Meta AI-META AI


Kibria Ansary   প্রকাশিত:  ০৩ জুলাই, ২০২৪, ০২:২৮ পিএম

ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টায় Meta AI-META AI

পুবের কলম, ওয়েবডেস্ক: হোয়াটসঅ্যাপে এআই চ্যাটবটের সঙ্গে কথা বলতে চাইলে মেটার নতুন এআই টুল ব্যবহার করতে পারেন। যা শুধু হোয়াটসঅ্যাপ নয়, ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ব্যবহার করা যাবে। খুব সহজে এআইয়ের সাহায্যে নানা জটিল টাস্ক করতে পারবেন।
যেমন - কোডিং, ছবি এডিটিং, রিজনিং ইত্যাদি।

➡️ কীভাবে মেটা এআই ব্যবহার করবেন-

হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রামে লঞ্চ হয়েছে মেটা এআই। ভারতীয় ইউজারদের জন্য ইতিমধ্যে ধাপে ধাপে মেটা এআই শুরু করা হচ্ছে। তিন অ্যাপে আলাদা একটি রঙিন আইকন যোগ করা হচ্ছে। আপনিও যদি হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা ইনস্টাগ্রামে এই রিং দেখে থাকেন, তাহলে বুঝবেন আপনার অ্যাকাউন্টে চলে এসেছে মেটা এআই চ্যাটবট।

➡️ মেটা এআই চ্যাটবটের মাধ্যমে একাধিক জটিল কাজ করা যাবে বলে দাবি করেছেন জুকারবার্গ। বাংলা, হিন্দি-সহ একাধিক ভাষা জানে এই চ্যাটবট। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল দ্বারা তৈরি করা হয়েছে এই চ্যাটবট। ওপেনএআইয়ের চ্যাটজিপিটিকে টেক্কা দিতে নেমেছে মেটা এআই।

📌 হোয়াটসঅ্যাপ মেটা এআই কী ভাবে ব্যবহার?

এর জন্য প্রথমে হোয়াটসঅ্যাপ লেটেস্ট ভার্সনে আপডেট করে নিতে হবে।
তারপর অ্যাপে এলে নিউ চ্যাট অপশনের উপরেই দেখতে পাবেন একটি Blue রিং আইকন সেখানে ক্লিক করে কন্টিনিউ অপশনে ট্যাপ করতে হবে, তারপর হোয়াটসঅ্যাপে যেমন চ্যাট করেন, ঠিক তেমনই কথা বলা যাবে এআই চ্যাটবটের সঙ্গে! এখানে আপনি প্রম্পট দিয়ে নানা প্রশ্ন করতে পারেন!
মেটার দাবি, কোডিং, রিজনিং থেকে শুরু করে একাধিক জটিল সমস্যা সমাধান করতে পারবে চ্যাটবট।

➡️ ধরুন আপনি লিখলেন- application for absence in school due to illness....
Meta AI সঙ্গে সঙ্গে ঐ application লিখে দেবে আপনাকে!

📌 ফেসবুক ও মেসেঞ্জারে মেটা এআই কী ভাবে ব্যবহার?

এর জন্য চ্যাট অপশনে পেনসিল আইকনে ক্লিক করতে হবে
তারপর এআই চ্যাট বেছে নিয়ে ক্লিক করতে হবে মেটা এআই অপশনে
এবার আপনি যা প্রম্পট দেবেন, তা অনুযায়ী উত্তর দেবে মেটা এআই চ্যাটবট

মেটার দাবি, এবার এক ক্লিকেই হাতের মুঠোয় পাওয়া যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা। ওপেন এআই চ্যাটজিপিটি এবং গুগল জেমিনিকে টক্কর দেবে এই চ্যাটবট। যদিও কর্তৃপক্ষ জানিয়েছে, এখনই সবার ফোনে এই চ্যাটবট চালু হয়নি, ধাপে ধাপে এটি সমস্ত অ্যাকাউন্টে রোল আউট করা হচ্ছে।