Wed, July 3, 2024

ই-পেপার দেখুন
logo

বউবাজারের ছাত্রাবাসে পিটিয়ে খুন মুসলিম যুবক, আটক ১৪


Bipasha Chakraborty   প্রকাশিত:  ০৩ জুলাই, ২০২৪, ০১:১২ এএম

বউবাজারের ছাত্রাবাসে পিটিয়ে খুন মুসলিম যুবক, আটক ১৪

 

 

পুবের কলম, ওয়েবডেস্কঃ বউবাজারের ছাত্রাবাসে পিটিয়ে খুনের অভিযোগ ঘিরে উত্তেজনা। মোবাইল চুরির অভিযোগে বউবাজারের নির্মল চন্দ্র স্ট্রিট ছাত্রাবাসে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ অন্যান্য আবাসিকদের বিরুদ্ধে। অভিযোগ, হাত- পা বেঁধে ওই ব্যক্তিকে মারধর করা হয়েছে। মৃতের নাম এরশাদ আলম। 

১৪ জন ছাত্রকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা জানান মৃত্যু হয়েছে তার।

হাসপাতালের সুপার জানিয়েছেন, অত্যন্ত খারাপ অবস্থায় আনা হয়েছিল ওই যুবককে। পুলিশ জানিয়েছে, যুবকের শরীরে রক্তের চিহ্ন মেলেনি। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর স্পষ্ট কারণ জানা যাবে। মৃতের স্ত্রী থানায় অভিযোগ দায়ের করেছেন। তার পরেই তদন্তে নেমেছে পুলিশ। হস্টেলে গিয়ে ১৫-১৬ জনকে আটক করেছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, মৃতের পায়ে আঘাত লেগেছে। স্থানীয় সিসি ক্যামেরার ফুটেজ জোগাড় করার চেষ্টা করছেন পুলিশকর্মীরা।

নিহত যুবক ওই এলাকার একটি গ্যারেজে মেকানিকের কাজ করতেন৷ পুলিশের কাছে ওই গ্যারেজের মালিক অভিযোগ করেছেন, এ দিন সকালে হস্টেলের সামনে দিয়ে যাওয়ার সময় ওই যুবককে ভিতরে টেনে নিয়ে গিয়ে মারধর করতে থাকেন আবাসিক ছাত্ররা৷ তাঁকে মারধর করা হচ্ছে বলে এরশাদ ফোন করে জানিয়েছিলেন বলেও দাবি করেছেন ওই গ্যারেজ মালিক৷

ওই ছাত্রাবাসে গন্ডগোল হচ্ছে, এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মুচিপাড়া থানার পুলিশ৷ সেই সময় হস্টেলে ঢোকার মূল গেটে তালা দেওয়া ছিল৷ পুলিশ যখন ভিতরে ঢোকে, তখন ওই যুবককে কার্যত অচৈতন্য অবস্থায় নীচে নামিয়ে আনে আবাসিক ছাত্ররাই৷ এর পরই তাঁকে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷