Wed, July 3, 2024

ই-পেপার দেখুন
logo

তীব্র দাবদাহ… আমিরশাহীতে সংক্ষিপ্ত হচ্ছে জুম্মার খুতবা


ইমামা খাতুন   প্রকাশিত:  ০৩ জুলাই, ২০২৪, ০৩:১৭ এএম

তীব্র দাবদাহ… আমিরশাহীতে সংক্ষিপ্ত হচ্ছে জুম্মার খুতবা

 

 

আবু ধাবি, ২৮ জুন: সউদি আরবের পর এবার দেশজুড়ে সব মসজিদে জুম্মার নামাযের খুতবা সংক্ষিপ্ত করার নির্দেশ দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। সেই সঙ্গে নামাযের সময়কাল সর্বোচ্চ ১০ মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখার আদেশও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই গ্রীষ্মে প্রচণ্ড তাপপ্রবাহের কারণে এমন নির্দেশনা জারি করা হয়েছে। আমিরশাহীর জেনারেল অথরিটি ফর ইসলামিক অ্যাফেয়ার্স, এনডাউমেন্টস অ্যান্ড জাকাতের দেওয়া এই নিদের্শ শুক্রবার থেকেই কার্যকর হয়েছে যা চলবে অক্টোবরের শেষ পর্যন্ত।  এই গ্রীষ্মের তীব্র গরমে মসজিদে নামায পড়তে আসা মুসল্লিদের কষ্ট কমাতে ও সুরক্ষা নিশ্চিত করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমিরশাহীর জাতীয় আবহাওয়া দফতরের দেওয়া তথ্যানুযায়ী, গ্রীষ্মে উপসাগরীয় দেশগুলোর তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। কিছু এলাকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস অনুভূত হয়। এবারের গরমে কমপক্ষে ১,৩০১ হজযাত্রীর মৃত্যু হওয়ায়, জুম্মার নামায ও খুতবার সময়সীমা সংক্ষিপ্ত করে ১৫ মিনিটে শেষ করার নির্দেশ দিয়েছে সউদি আরবও। এর আগে, জুম্মার নামায ও খুতবা সাধারণত ৩০ থেকে ৪০ মিনিট স্থায়ী হতো।